ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের ফাইনাল পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৭ পিএম, ২৯ মে ২০২১

আগামী ১ জুন থেকে ৫ জুন পর্যন্ত অনুষ্ঠিতব্য ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ ও অষ্টম পর্বের ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শনিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞাপন

এতে বলা হয়েছে, দেশের কিছু এলাকায় কঠোর লকডাউন কার্যকর থাকায় এসব পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরীক্ষার তারিখ পরে জানানো হবে।

এর আগে গত ৩১ মার্চ থেকে এসব পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। পৌরসভা নির্বাচনের কারণে এ পরীক্ষার তারিখ পরিবর্তন করে ১ জুন থেকে নির্ধারণ করা হয়েছিল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমএইচএম/এমএইচআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।