ময়লা নিষ্কাশন পদক্ষেপের প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ


প্রকাশিত: ১১:৩৬ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৬

ঢাকা উত্তর ও দক্ষিণ এই দুই সিটি কর্পোরেশনের ময়লা নিষ্কাশনে কি পদক্ষেপ নেয়া হয়েছে তার প্রতিবেদন আদালতে জমা দিতে বলেছেন হাইকোর্ট। সংশ্লিষ্টদের আগামী তিন মাসের মধ্যে ওই প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে এ আবেদনের উপর শুনানি করতে আগামী ১৯ মে দিন ধার্য করেছেন আদালত।

এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি শেষে বুধবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সৈয়দ মহিদুল কবির।

এর আগে গত ৭ জানুয়ারি ঢাকা সিটি কর্পোরেশনের স্কুল, মসজিদসহ প্রয়োজনীয় প্রতিষ্ঠানের সামনে বর্জ্য নিষ্কাশনের জন্য রাখা ডাস্টবিন ও ময়লার ভাগার সরানোর নির্দেশনা চেয়ে একটি রিট আবেদন করা হয়। একইসঙ্গে ঢাকা সিটির বর্জ্য নিষ্কাশন করতে দুই সিটির মেয়র কি পদক্ষেপ নিয়েছে সে বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিল কেন করা হবে তা জানতে চেয়ে রুল জারির আবেদনও করা হয়।

পাশাপাশি পরিবেশ বর্জ্য নিষ্কাশন আইন কেন সংশোধন করা হবে না তা জানতে চেয়ে রুল জারির আর্জিও জানানো হয়েছে।
রিটে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, দুই সিটির প্রধান বর্জ্য ব্যবস্থাপকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

এর আগে গত ৯ ডিসেম্বর এ বিষয়ে সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ দিয়েছিলেন এই আইনজীবী কিন্তু নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পরেও কোনো জবাব না পাওয়ায় তিনি বুধবার রিট আবেদনটি দায়ের করেন। একট জাতীয় দৈনিকেপ্রকাশিত প্রতিবেদনের প্রেক্ষিতে তিনি এ লিগ্যাল নোটিশ পাঠান।

এফএইচ/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।