দশ বছর জাতীয় দলে খেলতে চান মিরাজ


প্রকাশিত: ০১:০৬ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলে ফেললেন বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। জয় দিয়েই স্মরণীয় করে রাখলেন এই ম্যাচ। তবে অনূর্ধ্ব-১৯ লেভেলে শেষ হলেও এবার গায়ে জড়াতে চান জাতীয় দলের জার্সি। আর জাতীয় দলের জার্সি গায়ে কমপক্ষে দশ বছর ক্রিকেট খেলে যেতে চান এ তরুণ ক্রিকেটার।

শনিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ম্যাচ শেষে মিরাজ বলেন, ‘সবারই লক্ষ্য থাকে জাতীয় দলে খেলার জন্যে। আমি চিন্তা করবো যে, আমি আরও ভালো খেলোয়াড় হয়ে জাতীয় দলে যেন নিজের একটা অবস্থান তৈরী করতে পারি এবং সাফল্যের সাথে খেলে যেতে পারি। আমার যে ভুলগুলো আছে, সেগুলো আরও ভালো করে শুধরে জাতীয় দলে পরিপূর্ণ ক্রিকেটার হয়ে ঢুকতে চাই। ইনশাআল্লাহ জাতীয় দলে যখন ঢুকব তখন টানা দশ বছর ক্রিকেট খেলতে চাই।

ক্যারিয়ারের শেষ ম্যাচে দারুণ অলরাউন্ড পারফরমেন্স প্রদর্শণ করে দলকে জয় এনে দিয়েছেন এ তরুণ। শ্রীলংকার ব্যাটসম্যানরা যখন ব্যাট হাতে শাসন করছিলেন স্বাগতিক বোলারদের, তখন বল হাতে নিয়ে গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু এনে দেন তিনি। টপ অর্ডারের তিন উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুড়িয়ে দিয়েছিলেন মিরাজ। এরপর ব্যাটিংয়ে নেমে দুর্ভাগ্যজনক রানআউট হবার আগে করেছেন ৫৩ রান।

আরটি/আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।