লিবিয়ায় আইএস ঘাঁটিতে মার্কিন বিমান হামলা
লিবিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের ঘাঁটিতে চালানো মার্কিন বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।
মার্কিন সূত্রে জানা গেছে, আইএসের একটি প্রশিক্ষণ ক্যাম্পে এই হামলা চালানো হয়েছে এবং এতে নিহতদের মধ্যে সম্ভবত একজন ঊর্ধ্বতন তিউনিশীয় চরমপন্থি নেতা রয়েছেন।
গত এক বছর ধরে লিবিয়াতে জঙ্গিগোষ্ঠী আইএসের তৎপরতা রয়েছে এবং মার্কিন হিসেব অনুযায়ী দেশটিতে ছয় হাজারের মতো জঙ্গি রয়েছে।
চার বছর আগে লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকেই দেশটিতে বিশৃঙ্খলা বিরাজ করছে। আইএসসহ একাধিক পক্ষ দেশটিতে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িত।
এনএফ/এমএস