মিরপুরের উইকেট দেখে বিস্মিত রোহিত


প্রকাশিত: ০২:৫১ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৬

টেস্ট ক্রিকেটে পা রাখার পর থেকেই বাংলাদেশের উইকেট ছিল স্পিনবান্ধব। ঘাস কেটে ন্যাড়া উইকেটেই খেলা হতো সবসময়; কিন্তু হঠাৎ করেই এবার এশিয়া কাপে সবুজ উইকেট! তাই স্বাভাবিকভাবেই বিস্মিত ক্রিকেটাররা। বিস্মিত বাংলাদেশের বিপক্ষে প্রায় একাই ম্যাচ জেতানো রোহিত শর্মারও।

শুক্রবার ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে অনুশীলন শেষে রোহিত বলেন, ‘মিরপুরের উইকেট টি-টোয়েন্টি খেলার জন্য কঠিনই ছিলো। বিশ্বের এই অঞ্চলে ওই রকম (সবুজ) উইকেট দেখাটা সত্যিই বিস্ময়কর ছিলো।’

তবে উইকেট যেমনই হোক তা মোকাবেলা করার মত নিজেদের যথেষ্ট রসদ রয়েছে বলে জানান রোহিত। নিজেদের ব্যাটিং লাইনআপের ওপর ভরসা রয়েছে এ ওপেনারের। যে কোন একজন ব্যাটসম্যান লম্বা সময় ধরে ব্যাটিং করলে ভালো সংগ্রহ করতে পারবেন বলে বিশ্বাস রোহিতের।

এমন উইকেটে ব্যাটিং করা কতটা চ্যালেঞ্জিং তা জানতে চাইলে তিনি বলেন, ‘মিরপুরের উইকেটে ব্যাটিং করা ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জিং। টপ অর্ডার ব্যাটসম্যানদের সংগ্রাম করতে হয়। তবে এটা নিয়ে আমরা ভাবছি না, কারণ আমরা বড় স্কোর করছি। ক্রিকেট খেলায় এমন হবেই, আপনি উইকেট হারিয়ে ফেলবেন; কিন্তু এ চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের একটি দৃঢ় ব্যাটিং লাইনআপ আছে।’

আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।