ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সভাপতি সিরাজুল, সম্পাদক জাফর

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০১ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৩

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি) ডিপ্লোমা প্রকৌশলী সমিতির ২০২৩-২৫ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সিরাজুল ইসলাম সভাপতি ও জাফর আলী সিকদার সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সোমবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর ইইডি ভবনে এ নির্বাচন আয়োজন করা হয়।

সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিরাজুল ইসলাম সভাপতি ও সাধারন সম্পাদক জাফর আলীকে নির্বাচিত করা হয়েছে। তাদের নেতৃত্বাধীন প্যানেলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অন্য পদে নির্বাচিত কর্মকর্তা হলেন সহ-সভাপতি (ঢাকা) মো. কামরুজ্জামান, সহ-সভাপতি (চট্টগ্রাম) সত্যব্রত দাম চৌধুরী, সহ-সভাপতি (খুলনা) গৌতম মজুমদার, সহ-সভাপতি (রাজশাহী) মো. আব্দুস সালাম, সহ-সভাপতি (সিলেট) মো. উজ্জ্বল বখত, সহ-সভাপতি (বরিশাল) মো. মনিরুল কবির, সহ-সভাপতি (রংপুর) মো. আব্দুল আউয়াল, সহ-সভাপতি (ময়মনসিংহ) সৈয়দ আলীমুজ্জামান, সহ-সভাপতি (ফরিদপুর) সামচুদ্দীন তালুকদার, সহ-সভাপতি (কুমিল্লা) স্বপন কুমার সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. গোলাম সাকলাইন ও রতীশ চন্দ্র সেন নির্বাচিত হয়েছেন।

এছাড়াও সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম রাসেল, সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা) মুহাইমিনুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম) অনুপম বড়ুয়া, সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা) মো. মাহবুব হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী) মো. মোর্শেদ মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট) মোহাম্মদ আবু বকর ছিদ্দিক, সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল) মো. রাশেদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর) মো. রবিউল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ) মনিরুজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর) মো. আমিরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা) মোহাম্মদ হাসান তারেক, অর্থ সম্পাদক মো. মফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মেহেদি জামান খান, সহ-প্রচার সম্পাদক সবুজ বৈরাগী ও মো. জাকির হোসেন, দপ্তর সম্পাদক মো. রেজাউল হক, সাহিত্য, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক মো. হাফিজুর রহমান, চাকুরি বিষয়ক সম্পাদক উজ্জল কুমার রায়, সহ-চাকরি বিষয়ক সম্পাদক মো. আবু সাঈদ আকন্দ, নির্বাহী সদস্য জরজিসুর রহমান, আলেক হোসেন জুয়েল নির্বাচিত হয়েছেন।

এমএইচএম/জেএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।