তিন ফরম্যাটে এক অধিনায়ক, পাকিস্তান ক্রিকেটে নতুন ভাবনা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:০৯ পিএম, ০৮ জুন ২০২৫

 

একের পর এক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট। কখনো কোচ, কখনো কর্মকর্তা, কখনো নির্বাচক আবার কখনো অধিনায়ক- পরিবর্তন চলছেই। নতুন কোচ মাইক হেসন দায়িত্ব নেয়ার পর দেশের ক্রিকেটে আবারও বড় ধরনের পরিবর্তনের চিন্তা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

তিন ফরম্যাটে একাধিক নয়, একজন ক্রিকেটারকেই অধিনায়ক করার চিন্তা-ভাবনা করছে পাকিস্তান। অর্থাৎ টেস্ট দলের অধিনায়ক শান মাসুদের ছাঁটাই হওয়া এখন সময়ের অপেক্ষা।

তিন ফরম্যাটে যদি একজন অধিনায়ক করা হয়, তাহলে এই সথানে সবার চেয়ে এগিয়ে রয়েছেন বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আলি আগা। ওয়ানডে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানকে টি-টোয়েন্টি দলে না রাখার ফলে তার সম্ভাবনাও কম।

সালমান আলি আগাকে ভবিষ্যতে টেস্ট এবং ওয়ানডে দলের দায়িত্বও নিতে হতে পারে। লাল বলের ক্রিকেটে নতুন কোচের নাম জানানোর সঙ্গে সঙ্গেই আগাকে টেস্ট দলের অধিনায়ক হওয়ার কথা ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম।

আরও একটি ভাবনা রয়েছে পিসিবির। ঈদের ছুটির পর একটি পর্যবেক্ষক কমিটি গঠন করা হতে পারে। পাকিস্তান জাতীয় দলের উন্নতির দিকে নজর রাখবে এই কমিটি। তারা নিজেদের প্রস্তাব পাঠাবে বোর্ডের চেয়ারম্যানকে। চেয়ারম্যান সে অনুযায়ী পদক্ষেপ নেবেন। পাকিস্তান মিডিয়ার দাবি, সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ এবং সাবেক পেসার সিকান্দার বখতকে লাহোরে একটি বৈঠকের জন্য ডাকা হয়েছে।

সংবাদ মাধ্যমকে একটি জানিয়েছে, ‘দুই ক্রিকেটারকেই পর্যবেক্ষক কমিটি গঠনের কথা বলা হয়েছে। কমিটিতে পদের প্রস্তাবও দেওয়া হয়েছে। আরও কিছু সাবেক ক্রিকেটার থাকতে পারেন সেই কমিটিতে।’

ওই সূত্র জানিয়েছেন, সাদা বলের কোচ মাইক হেসনের সঙ্গে আলোচনা করে নির্বাচক কমিটির ভূমিকাও বদলাতে চান চেয়ারম্যান মাহসিন নাকভি। বর্তমান নির্বাচক কমিটিতে পরিবর্তন আসতে পারে। নতুন কমিটি ঘরোয়া ক্রিকেট থেকে আরও বেশি প্রতিভা তুলে আনার দিকে বেশি নজর দেবে।’

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।