একাদশে ভর্তি

চতুর্থ ধাপে এক লাখ ৯ হাজার আবেদন, রোববার ফল প্রকাশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৭ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৩
ফাইল ছবি

একাদশ শ্রেণিতে ভর্তির চতুর্থ ধাপের আবেদন শেষ হয়েছে। এ ধাপে এক লাখের বেশি আবেদন জমা পড়েছে। এসব আবেদন যাচাই-বাছাই শেষে রোববার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টায় ফল প্রকাশ করা হবে। শনিবার (১০ ফেব্রুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, চতুর্থ ধাপে আবেদনের জন্য দুইদিন সময় দেওয়া হয়েছিল। এতে সারা দেশে মোট এক লাখ আট হাজার ৯৩৬ জন আবেদনকারী আবেদন করেছেন। তাদের মধ্যে পাঁচ লাখ ৮৪ হাজার ৭৩৪ কলেজ নির্বাচন করা হয়েছে। ১২ ফেব্রুয়ারি রাত ৮টায় ফল প্রকাশ করা হবে।

এ ধাপে সব আবেদনকারী পচ্ছন্দের কলেজে ভর্তির সুযোগ পাবে কি না, জানতে চাইলে কলেজ পরিদর্শক বলেন, একাদশ শ্রেণিতে ভর্তির জন্য সারা দেশে অনেক আসন এখনো শূন্য রয়েছে। যারা শেষ ধাপে আবেদন করেছেন, তাদের সবাই নির্বাচিত কলেজে ভর্তি সুযোগ পাবেন।

আরও পড়ুন: ষষ্ঠ-সপ্তম শ্রেণির ‘অনুসন্ধানী পাঠ’ প্রত্যাহার

অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন বলেন, ‘তবে যেসব কলেজে শুন্য আসন কম, সেখানে বেশি আবেদন জমা পড়লে কেউ কেউ নির্বাচিত কলেজ নাও পেতে পারেন। সেক্ষেত্রে জটিলতা তৈরি হবে। আগামী এপ্রিলে ২০২৩ সালের এসএসসি পরীক্ষা শুরু হবে। নতুন করে আরেক ধাপে ভর্তি নেওয়া সম্ভব হবে না। সেক্ষেত্রে হয়তো অন্য কোনো ব্যবস্থা করতে হবে। তবে আমরা চাই বাদ পড়া সবাই যেন চতুর্থ ধাপে ভর্তি হতে পারেন। এর বাইরে আপাতত অন্যকিছু ভাবা হচ্ছে না।’

চতুর্থ ধাপের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এ ধাপের শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চায়ন ও কলেজে ভর্তি ১২-১৫ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত চলবে। যেসব শিক্ষার্থী আগে আবেদন করেননি বা আবেদন করে কোনো কলেজে মনোনয়ন পাননি তারা আবেদন করতে পারবেন।

আরও পড়ুন: এইচএসসির ফল পুনঃনিরীক্ষার আবেদন শুরু

এর বাইরে যেসব শিক্ষার্থী চূড়ান্ত মনোয়ন পেয়েও কোনো কারণে কলেজে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হননি কিংবা নিশ্চায়ন করতে পারেননি, তারাও আবেদনের সুযোগ পাবেন। তবে ২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ‘ভর্তি নীতিমালা ২০২২’ অনুসরণ করে অনলাইন ছাড়া ম্যানুয়ালি কোনো ভর্তি করা হবে না।

এমএইচএম/এএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।