জঙ্গিবাদ গণতন্ত্রের হত্যাকারী : ইনু


প্রকাশিত: ০৬:০৭ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, যতোবার বাংলাদেশের কথা আসবে ততোবার পাকিস্তান আর ইংরেজদের কথা আসবে, গণতন্ত্রের বিপরীতে আসবে স্বৈরতন্ত্রের কথা, বাংলা ভাষার ইতিহাস ঘাটলে আসবে উর্দুর কথা। এখন আসছে জঙ্গিবাদের কথা। জঙ্গিবাদ গণতন্ত্রের হত্যাকারী।

রোববার সকাল ১১টায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সেমিনার কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

৯ম-৬ষ্ঠ গ্রেডের (প্রথম শ্রেণি) কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ পাঠ্যধারা উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এ অনুষ্ঠানের আয়োজন করে।

তিনি বলেন, প্রজাতন্ত্রের চশমা হচ্ছে সংবিধান। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সকলকে চশমার চোখে দেখতে হবে। যা কিছু করি না কেন কোনটা ভালো, কোনটা বৈধ, কোনটা উদ্ধুদ্ধকরণ এবং কোনটা দেশের জন্য ‍হুমকিস্বরুপ তা সবই দেখতে হবে সাংবিধানিকভাবে।

উপস্থিত প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, প্রজাতন্ত্রের কর্মচারীদের অধিকার সংবিধান দ্বারা সংরক্ষিত। তাই সবাইকে সংবিধান মেনেই চলতে হবে। গৎবাধাঁ ভাবে চললে হবে না। আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী মন্ত্রী কিংবা পরিচালকের নন। আজ আমরা আছি কাল থাকবো না। কিন্তু আপনারা থেকে যাবেন। তাই যাই করেন সাংবিধানিকভাবেই আপনাদের করতে হবে। তাহলে আপনারা টিকে থাকবেন।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক একেএম শামীম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিটিভির মহাপরিচালক এসএম হারুন অর রশিদ, পাঠ্যধারা পরিচালক শারকে চামান খান, পাঠ্যধারা উপদেষ্টা সুফী জাকির হোসেন।

জেইউ/আরএস/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।