শিক্ষার্থীদের বিমার আওতায় আনতে তথ্য পাঠানোর নির্দেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৯ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৩

বঙ্গবন্ধু শিক্ষা বিমা কার্যক্রমে নতুনভাবে শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির জন্য শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের তথ্য দিতে বলা হয়েছে। আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে ই-মেইলের মাধ্যমে এ তথ্য পাঠাতে হবে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

নির্দেশনায় বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও জীবন বিমা করপোরেশনের সঙ্গে সম্পাদিত ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুযায়ী নতুন করে বঙ্গবন্ধু শিক্ষা বিমার আওতায় বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সে অনুযায়ী বন্ধবন্ধু শিক্ষা বিমার আওতায় আনতে প্রতিটি জেলা থেকে একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের (ছেলে এবং মেয়ে কো-এডুকেশন শিক্ষাপ্রতিষ্ঠান) মোট শিক্ষার্থীর তথ্যসহ সমন্বিত অঞ্চলভিত্তিক তথ্য সংযুক্ত ছক পাঠাতে হবে। ২৬ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট শাখায় ওই ছকের হার্ডকপি পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) বরাবর পাঠাতে বলা হয়েছে। পাশাপাশি তথ্য সংযুক্ত ছকের সফটকপি [email protected] এই ঠিকানায় ই-মেইল করতে নির্দেশক্রমে অনুরোধ করেছে মাউশি।

এমএইচএম/কেএসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।