মাহমুদুর রহমান ও শওকত মাহমুদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ
দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ও বিএফইউজের সভাপতি শওকত মাহমুদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) একাংশ। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ করেন তারা।
সাংবাদিক নেতা শওকত মাহমুদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলায় জামিন থাকা সত্ত্বেও মুক্তি না দিয়ে শ্যোন অ্যারেস্টের তীব্র নিন্দা জানানো হয় বিক্ষোভ সমাবেশ থেকে।
বিক্ষোভ সমাবেশে সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্ববায়ক রুহুল আমিন গাজী বলেন, ২৩টি মামলায় জামিন পাওয়া সত্ত্বেও ২০১৩ সালের ফেব্রুয়ারি শাহাবাগ থানার পুরাতন মামলায় শ্যোন অ্যারেস্টের মাধ্যমে অন্যায়ভাবে তাকে আটক রাখা হয়েছে। আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
অনতিবিলম্বে তাকে মুক্তি দেয়া না হয় সমস্ত সাংবাদিকদের নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুশিয়ারি উচ্চারণ করেন তিনি।
এছাড়া বিক্ষোভ সমাবেশে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব এম আব্দুল্লাহ, সাবেক মহাসচিব এম আজিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি আব্দল হাই শিকদার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এএস/আরএস/এমএস