তুরস্কে পুলিশ স্টেশনে হামলাকারী দুই নারী জঙ্গি নিহত
তুরস্কের ইসতাম্বুলের পুলিশ স্টেশনে বন্দুক ও গ্রেনেড হামলাকারী দুই নারী জঙ্গি নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালের দিকে দেশটির বায়রামপাসা জেলায় ওই দুই নারী জঙ্গি হামলা চালায়। বায়রামপাসা গভর্নরের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দেশটির নিষিদ্ধ সংগঠন রেভ্যুলেশন পিপলস লিবারেশন পার্টি-ফ্রন্ট (ডিএইচকেপি) পুলিশ স্টেশনে হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে।
কর্মকর্তারা জানান, হামলার পর ওই দুই নারী জঙ্গি একটি গাড়িতে করে পালিয়ে গিয়ে একটি ভবনে আত্মগোপন করে। পরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ওই দুই নারী জঙ্গি নিহত হয়েছে। এতে পুলিশের দুই সদস্যও আহত হয়েছেন।
এর আগে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের বরাত দিয়ে ব্রিটিশ দৈনিক দ্য ইন্ডিপেনডেন্ট এক প্রতিবেদনে জানায়, ইউরোপীয় ইউনিয়নের সীমান্তের কাছে বায়রামপাসা জেলায় দাঙ্গা পুলিশের একটি স্টেশনে সশস্ত্র দুই নারী জঙ্গি হামলা চালিয়েছে।
এসআইএস/পিআর