তুরস্কে পুলিশ স্টেশনে দুই নারী জঙ্গির হামলা


প্রকাশিত: ১০:৫৬ এএম, ০৩ মার্চ ২০১৬

তুরস্কের ইসতাম্বুলের একটি পুলিশ স্টেশনে বন্দুক ও গ্রেনেড হামলা চালিয়েছে দুই নারী জঙ্গি। বৃহস্পতিবার সকালের দিকে দেশটির বায়রামপাসা জেলায় এ হামলা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের বরাত দিয়ে ব্রিটিশ দৈনিক দ্য ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের সীমান্তের কাছে বায়রামপাসা জেলায় দাঙ্গা পুলিশের একটি স্টেশনে সশস্ত্র দুই নারী জঙ্গি হামলা চালিয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলার পর ওই দুই নারী জঙ্গি একটি গাড়িতে করে পালিয়ে গেছে। তবে আইন-শৃঙ্খলাবাহিনীর সশস্ত্র সদস্যরা তাদেরকে একটি ভবনে আটকে রাখে। এ হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

গত বছরের অক্টোবরে আঙ্কারায় ভয়াবহ বোমা হামলায় শতাধিক মানুষের প্রাণহানি ঘটে। এ ঘটনার পর থেকে তুরস্ক জুড়ে এখনো সর্বোচ্চ সতর্কতা বহাল রয়েছে।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।