একমঞ্চে তিন তারকা


প্রকাশিত: ০৮:৫৫ এএম, ০৫ মার্চ ২০১৬

এই প্রথমবার একসঙ্গে একই মঞ্চে গাইলেন বর্তমান সময়ের আলোচিত তিন সংগীতশিল্পী ধ্রুব গুহ, বেলাল খান এবং মিলন। সম্প্রতি কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে জলছবি আয়োজন করে ‘গান কবিতার এই বসন্তে’ শীর্ষক এক অনুষ্ঠানের।

সেখানেই শ্রোতাদের জন্যে এই তিন সংগীত তারকা একসঙ্গে গান পরিবেশন করেন।

প্রথমেই মঞ্চে উঠেন বেলাল খান। তিনি এক ধাঁধার মাধ্যমে তার গান শুরু করেন। ‘শুধু তোমার জন্য এখন/ কত স্বপ্ন দেখে মন’ শিরোনামের গানটি গেয়ে উপস্থিত দর্শকদের মাঝে প্রশ্ন ছুঁড়ে দেন গানটির শিল্পী কে- তা জানতে চেয়ে। উপস্থিত দর্শক তখন ধ্রুব, ধ্রুব বলে চিৎকার করে বেলাল খানের প্রশ্নের জবাব দেন। এরপর বেলাল খান শিল্পী ধ্রুবকে মঞ্চে ডাকেন। ধ্রুব গুহ মঞ্চে ডাকেন বর্তমান সময়ের আলোচিত কন্ঠশিল্পী মিলনকে।

তারা তিন জনে একসঙ্গে পরিবেশন করেন ধ্রুব গুহের জনপ্রিয় গান ‘শুধু তোমার জন্য এখন/ কত স্বপ্ন দেখে মন’ গানটি। উপস্থিত দর্শকের করতালিতে মুখরিত হয় মিলনায়তন।
অনুষ্ঠানে অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত বই থেকে তিনটি বইকে সেরা বইয়ের পুরস্কার দেয় জলছবি। বইগুলোর লেখক রেজাউদ্দিন স্টালিন, আমীরুল ইসলাম ও ওমর ফারুক।

এসময় সংগীতে বিশেষ সম্মাননা গ্রহণ করেন ধ্রুব গুহ, বেলাল খান, মিলন, বুশরা জাবীন ও অনন্যা।

‘গান কবিতার এই বসন্তে’ উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত কবি হাবিবুল্লাাহ সিরাজী, নাসের মাহমুদ, বিলু কবীর, সামির এম রহমানসহ বিশিষ্ট সংগীত পরিচালক, গীতিকার সুরকার এবং সংগীতশিল্পীরা।

আয়োজনটির মিডিয়া পার্টনার ছিলো স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আই।  

এলএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।