কলাপাড়ায় আলোকিত হলো ৫ গ্রাম


প্রকাশিত: ০৯:২৮ এএম, ০৫ মার্চ ২০১৬

পটুয়াখালীর কলাপাড়ার বালিয়াতলী ইউনিয়নের পাঁচ গ্রাম আলোকিত হলো বিদ্যুতের আলোয়। শুক্রবার রাতে বিদ্যুত লাইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক প্রতিমন্ত্রী আলহাজ মাহবুবুর রহমান এমপি।

আলোকিত গ্রামগুলো হলো- লেমুপাড়া, রিফিউজিপাড়া, আমতলীপাড়া ও তুলাতলীপাড়া। তুলাতলী স্কুল মাঠে এ উদ্বোধনী অনুষ্ঠানে শত শত গ্রাহক জড়ো হয়।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান এবিএম হুমায়ুন কবির। পাঁচটি গ্রামের মোট ২০০ জন গ্রাহক নতুন বিদ্যুত সংযোগ পায়। বিদ্যুৎ সংযোগ পেয়ে তাদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ।

এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।