ড. ওয়াজেদ মিয়ার সমাধিতে ইউজিসি চেয়ারম্যানের শ্রদ্ধা


প্রকাশিত: ১০:১৭ এএম, ০৬ মার্চ ২০১৬

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান বিশিষ্ট পারমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. ওয়াজেদ মিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

রোববার রংপুরের পীরগঞ্জে সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ওয়াজেদ মিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি।

ইউজিসির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ইউজিসির সিনিয়র কর্মকর্তাসহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নুর উন নবী এ সময় উপস্থিত ছিলেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

এনএম/এনএফ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।