বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী মঙ্গলবার


প্রকাশিত: ০৯:৩১ এএম, ০৭ মার্চ ২০১৬

চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আগামীকাল মঙ্গলবার ‘বিশ্ববিদ্যালয় দিবস’ উদযাপন করবে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়। নগরীর খড়গড়ি বাইপাস এলাকায় বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত মূল ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সোমবার দুপুর সাড়ে ১২টায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ওসমান গনি তালুকদার জানান, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ অনুযায়ী প্রতিষ্ঠার সাত বছরের মধ্যে প্রতিটি বিশ্ববিদ্যালয়কে তাদের নিজস্ব ক্যাম্পাস নির্মাণ করতে হবে। তাই আমরা ২০১৯ সালের মধ্যে নিজস্ব ক্যাম্পাসে যাওয়ার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। ইতোমধ্যে আমরা সরকার নিদের্শিত ৬ বিঘা জমির অধিক প্রায় ৩০ বিঘা জমি ক্রয় করতে সক্ষম হয়েছি। আর ২০ বিঘা জমি ক্রয় প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান,  ২০১২ সালে ৬টি বিভাগে ৮৭ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়। বর্তমানে তিনটি অনুষদের ১০টি বিভাগে শিক্ষার্থী সংখ্যা এসে দাঁড়িয়েছে ৩৫০০-তে। আর শিক্ষক আছেন পূর্ণকালীন ১১৩ জন ও খণ্ডকালীন ৩৬ জন।

বিশ্ববিদ্যালয়ে এসএসসি ও এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা বিনা বেতনে অধ্যায়নের সুযোগ পায়। এছাড়া আদিবাসী সন্তানদের জন্যও রয়েছে বেতন মওকুফের ব্যবস্থা। এ পর্যন্ত প্রায় সাড়ে তিন কোটি টাকার বৃত্তি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

উপাচার্য আরও বলেন, এ অনুষ্ঠানে অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এছাড়াও উপস্থিত থাকবেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এম সাইদুর রহমান খান, সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, সংসদ সদস্য আয়েন উদ্দীন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ড. এম শাহ নওয়াজ আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রফিকুল আলম বেগ, ও নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির উপাচার্য ড. আব্দুল খালেক।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা অধ্যাপক এম সাইদুর রহমান খান, উপ-উপাচার্য অধ্যাপক নুরুল হোসেন চৌধুরী এবং জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের কো-অর্ডিনেটর মশিহুর রহমান।

রাশেদ রিন্টু/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।