রাজশাহীতে শিশু নির্যাতন : আরো এক আসামি কারাগারে
রাজশাহীর পবায় দুই শিশুকে দড়িতে বেঁধে পেটানোর ঘটনায় দায়েরকৃত মামলায় আসামি তুহিনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে রাজশাহী অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ (শিশু আদালত) এর বিচারক হায়দার আলী খন্দকার এ আদেশ দেন।
শিশু জাহিদের মামলার আইনজীবী এনামুল হক জানান, আজ এ মামলায় জামিনের থাকা আসামিদের আদালতে হাজিরা দেয়ার দিন ছিল। মামলার ৮ নম্বর আসামি ও চৌবাড়িয়া গ্রামের মানুর ছেলে তুহিন (২৬) আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। শুনানি শেষে বিচারক হায়দার আলী খন্দকার তার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে, কারাগারে থাকা আসামি মাসিমও জামিনের আবেদন জানান। শুনানি শেষে বিচারক তার আবেদনও নামঞ্জুর করেন।
এর আগে, গত ১২ ফেব্রুয়ারি মোবাইল ফোন চুরির সন্দেহে পবা উপজেলার চৌবাড়িয়া গ্রামের রাকিবের বাড়িতে ধরে নিয়ে গিয়ে নির্যাতন করা হয় জাহিদ ও ইমনকে। এ ঘটনার পরের দিন জাহিদের বাবা ইমরান আলী বাদী হয়ে এক সেনা ও র্যাব সদস্যসহ ১৩ জনকে আসামি করে থানায় মামলা করেন। এর মধ্যে ৮ জন আসামি জামিনে রয়েছেন। এছাড়াও ২৮ ফেব্রুয়ারি এ মামলার আরেক আসামি মাসিমের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠায় আদালত। এখন পর্যন্ত পুলিশ ও সেনা সদস্যসহ তিনজন আসামি পলাতক রয়েছেন।
শাহরিয়ার অনতু/এসএস/এমএস