মীর কাসেম আলীর রায়ে গণজাগরণ মঞ্চের সন্তোষ


প্রকাশিত: ১০:০৩ এএম, ০৮ মার্চ ২০১৬
ফাইল ছবি

মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ বহাল রাখায় সন্তোষ প্রকাশ করেছে গণজাগরণ মঞ্চ।

মঙ্গলবার সকালে মীর কাসেম আলীর রায় প্রকাশের পর শাহবাগস্থ প্রজন্ম চত্বরে এক সমাবেশে এ কথা বলেন গণজাগরণ মঞ্চের মূখপাত্র ইমরান এইচ সরকার।

ইমরান এইচ সরকার বলেন, ‘এই রায়ে গণজাগরণ মঞ্চ সন্তোষ প্রকাশ করছে। এর মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়েছে। সেই সঙ্গে ধনকুবের যুদ্ধাপরাধী মীর কাসেমকে রক্ষার জন্য দেশবিরোধী অপশক্তির সকল ষড়যন্ত্রের চূড়ান্ত পরাজয় হয়েছে।

এই রায়কে ন্যায়বিচার প্রতিষ্ঠার মাইলফলক উল্লেখ করে তিনি বলেন, এই রায়ের মাধ্যমে আদালত প্রমাণ করেছেন যে তারা আপোস করেননি বরং ন্যায়বিচার নিশ্চিত করে যুদ্ধাপরাধী অপশক্তির ষড়যন্ত্রের যবনিকাপাত ঘটিয়েছেন।

সমাবেশের পর শাহবাগ থেকে একটি আনন্দ মিছিল বের করেন গণজাগরণে মঞ্চের কর্মীরা। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ঘুরে আবার শাহবাগে এসে শেষ হয়।

এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।