ভারতীয় রুপিসহ আটক ৪
নওগাঁর পোরশা সীমান্তে দুই হাজার ৫৮০ রুপিসহ চারজনকে আটক করেছে বিজিবি। বুধবার দুপুরে নিতপুর সীমান্তের ২৩১/১০ এফ পিলারের ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টেকরা নামকস্থান থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার পুনরচাঁদপুর গ্রামের বতিশ রাধুয়ার ছেলে তপন রায় (২৫), মাহারজীনের ছেলে সমন মন্ডল (২৫), নির্মল মন্ডলের ছেলে মিহির মন্ডল (২২) ও মনির মন্ডলের ছেলে পিন্টু (২৬)।
বিজিবি-১৪ নিতপুর ক্যাম্পের নায়েব সুবেদার সালেহ আহাম্মেদ জানান, অবৈধভাবে তারা ভারতে এক আত্মীয়ের বাড়ি থেকে বাংলাদেশে ফিরছিরেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে নিতপুর ক্যাম্পের বিজিবির একটি টহল দল সীমান্তের ২৩১/১০এফ পিলারের কাছ থেকে তাদের আটক করে। তাদের কাছে দুইটি মোবাইল ফোন, তিনটি ভারতীয় সিম, তিনটি বাংলাদেশি সিম ও নগদ দুই হাজার ৫৮০ রুপিসহ তাদের আটক করা হয়।
পোরশা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিন কামাল জানান, বিকেলে তাদের থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলার দায়ের করা হয়েছে।
আব্বাস আলী/এআরএ/আরআইপি