বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি স্থগিতের মেয়াদ আবারো বাড়ল


প্রকাশিত: ০৪:৩৯ এএম, ১৩ মার্চ ২০১৬

অষ্টম জাতীয় বেতন কাঠামোয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা পুনর্বহালের দাবিতে চলা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি স্থগিতের মেয়াদ বেড়েছে। এ নিয়ে চার দফায় স্থগিতের মেয়াদ বাড়ানো হলো। নতুন সিদ্ধান্ত অনুয়ায়ী স্থগিতাদেশ চলবে আগামী ২৯ মার্চ পর্যন্ত।

গতকাল শনিবার দুুুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে অনুষ্ঠিত ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানান বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। এর আগে সকাল ১১টা থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি।

অষ্টম পে-স্কেল ঘোষণার পর গত বছরের মে থেকে বিভিন্ন দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা আন্দোলন করছেন। এর মধ্যে ৭ সেপ্টেম্বর মন্ত্রিসভায় পে-স্কেল অনুমোদনের পর একদফা এবং ১৫ ডিসেম্বর চূড়ান্ত প্রজ্ঞাপন জারির পর আরেকদফা আন্দোলনে নামেন শিক্ষকরা। এর মধ্যে ১১ জানুয়ারি থেকে লাগাতার কর্মবিরতি শুরু করেন ৩৭ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

পরবর্তী সময়ে দাবি পূরণে প্রধানমন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে ১৯ জানুয়ারি কর্মবিরতি স্থগিত করা হয়। তবে ওইদিন তারা ৩ ফেব্রুয়ারি পর্যন্ত আলটিমেটাম দেন। পরে ৪ ফেব্রুয়ারি দ্বিতীয় দফা আলটিমেটাম দিয়েছিলেন শিক্ষকরা। এরপর ২৩ ফেব্রুয়ারি তৃতীয় দফার আলটিমেটাম শেষ হয়।

জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।