জাবিতে র্যাগিংয়ের শিকার হয়ে শিক্ষার্থী মেডিকেলে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের ছাত্রলীগ কর্মীদের হাতে র্যাগিংয়ের শিকার হয়ে অসুস্থ হয়ে পড়েছেন প্রথম বর্ষের এক শিক্ষার্থী। রোববার রাত সাড়ে ১০টায় হলের গণরুমে এ ঘটনা ঘটে।
হলের শিক্ষার্থীদের সাঙ্গে কথা বলে জানা যায়, রাতে ৪৪তম ব্যাচের শিক্ষার্থী টিটু (দর্শন), রিসান (দর্শন), সৈকত (দর্শন), দেলোয়ার হোসেন (রসায়ন), মামুন (পরিসংখ্যান), সিফাত (পরিবেশ বিজ্ঞান), রুহীনসহ (পরিবেশ বিজ্ঞান) হলের জুনিয়র ছাত্রলীগ কর্মীরা গণরুমে প্রবেশ করেন।
এ সময় তারা প্রথম বর্ষের শতাধিক শিক্ষার্থীকে দাঁড় করিয়ে রাখেন। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে এ সময় প্রথম বর্ষের রসায়ন বিভাগের শিক্ষার্থী শরীফুল ইসলাম নামের অসুস্থ হয়ে পড়েন। পরে তার সহপাঠীরা তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যান।
প্রথম বর্ষের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, রোববার গভীর রাত পর্যন্ত ছাত্রলীগ কর্মীরা তাদের বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতনসহ অকথ্য ভাষায় গালাগাল করেন। পরদিন সকালে ক্লাস থাকায় শিক্ষার্থীদের অনেকেই ঠিকমতো ঘুমাতে পারেননি বলে জানান তারা।
শিক্ষার্থীরা আরো জানান, এভাবে নতুন পরিবেশে এসে তারা মানসিকভাবে বিপর্যস্থ হয়ে পড়েছেন। ছাত্রলীগ কর্মীদের ভয়ে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এ বিষয়ে জানাতে ভয় পাচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রথম বর্ষের এক শিক্ষার্থী বলেন, এসব র্যাগের ঘটনা ঘটার পর হলের সিনিয়র বড় ভাইয়েরা যা বলে দেয় তাই সবার সঙ্গে বলতে হয়।
এ বিষয়ে জানতে চাইলে হলের ছাত্রলীগ কর্মী ও দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সৈকত বলেন, হলের ছোই ভাই অসুস্থ হয়ে গেছে তাই তাকে মেডিকেলে এ নিয়ে এসেছি।
এর আগে শনিবার সন্ধ্যায় প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের খোঁজখবর নিতে গিয়ে শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত হন বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ওবায়দুর রহমান।
এদিকে এ বিষয়ে জানতে চাইলে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ওবায়দুর রহমানের সঙ্গে একাধিকবার চেষ্টা করেও মুঠোফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি।
মীর মশাররফ হল শাখা ছাত্রলীগের সভাপতি তাইমুর রহমান রাসেল বলেন, ওই ছেলে গতকাল হলে এসেছে। সাইনোসাইটিসের সমস্যার কারণে অসুস্থ হয়ে পড়েছে। র্যাগের কোনো ঘটনা ঘটেনি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, বিষয়টি জেনেছি। আমাদের প্রক্টোরিয়াল টিমের সদস্যরা বিষয়ে খোঁজখবর নিচ্ছেন।
মেডিকেল সেন্টারের কর্তব্যরত চিকিৎসক ডা. শাহ মো. এজাজুল হক বলেন, সাইনোসাইটিসের সমস্যা থাকার কারণে এ রকম হয়েছে। ঠিকমতো ঘুমালে সুস্থ হয়ে যাবে।
হাফিজুর রহমান/বিএ