ইয়েমেনে আমিরাতের যুদ্ধবিমান নিখোঁজ
ইয়েমেনে হুথি বিদ্রোহীদের দমনে সৌদি নেতৃত্বাধীন জোটের শরীক সংযুক্ত আরব আমিরাতের একটি যুদ্ধবিমান নিখোঁজ হয়েছে। সোমবার আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডব্লিউএএম যুদ্ধবিমান নিখোঁজ হওয়ার কথা জানালেও এ নিয়ে বিস্তারিত তথ্য দেয়নি। খবর বিবিসির।
গত বছরের মার্চ থেকে ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দু রাব্বু মানসুর আল হাদির সমর্থনে সৌদি নেতৃত্বাধীন জোট সানায় হামলা শুরু করে। সংযুক্ত আরব আমিরাত জোটের শরীক হিসেবে হামলায় অংশ নেয়।
ইয়েমেনে সহিংসতায় এখন পর্যন্ত অন্তত ৬ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। ইয়েমেন সংঘাতে জড়িয়ে পড়ার পর এই প্রথম আমিরাতের যুদ্ধবিমান নিখোঁজ হলো। তবে কোন ধরনের বিমান নিখোঁজ হয়েছে এখনো সেবিষয়ে কোনো তথ্য জানায়নি সৌদি জোটের অন্যতম আমিরাত। এছাড়া নিখোঁজ বিমানের পাইলটের ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সে বিষয়েও কোনো তথ্য প্রকাশ করেনি দেশটি।
গত বছরের ডিসেম্বরে সৌদি আরবে যান্ত্রিক ত্রুটির কারণে বাহরাইনের একটি যুদ্ধবিমান এফ-১৬ বিধ্বস্ত হয়। এর আগে মে মাসে ইয়েমেনে মরক্কোর একটি বিমান বিধ্বস্ত হয়।
এসআইএস/আরআইপি