চকরিয়ায় আলমগীর, মহেশখালীতে মকছুদ মেয়র নির্বাচিত


প্রকাশিত: ১১:৩৮ পিএম, ২০ মার্চ ২০১৬

চকরিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আলমগীর চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ২৩ হাজার ৩৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত মেয়র প্রার্থী বর্তমান মেয়র নুরুল ইসলাম হায়দার ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৮৪৫ ভোট।

রোববার অনুষ্ঠিত চকরিয়া পৌরসভার চতুর্থ নির্বাচনে ভোট গণনা শেষে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন বেসরকারি এ ফলাফল ঘোষণা করেন।

অপরদিকে, মহেশখালী পৌর নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী মকছুদ মিয়া বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। রোববার অনুষ্ঠিত নির্বাচনে নৌকা প্রতীকে মকছুদ মিয়া ৮ হাজার ৪৩০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সরওয়ার আজম (নারকেল গাছ) পেয়েছেন ৬ হাজার ৪৯৬ ভোট। দুই জনের ভোটের ব্যবধান ১ হাজার ৯৩৪।

মহেশখালী পৌরসভায় মোট ভোটার রয়েছে সাড়ে ১৭ হাজার। চকরিয়ার মতো মহেশখালীর ৯টি কেন্দ্রেও রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

সায়ীদ আলমগীর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।