নারায়ণগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ


প্রকাশিত: ০৮:৫১ এএম, ২৩ মার্চ ২০১৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়কের পাশে অবৈধ দখলকৃত প্রায় শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অবৈধ দখলদাররা প্রথমে বাধা দিলেও নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভূমিকায় পিছু হটে তারা। বুধবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

অবৈধ স্থাপনা উচ্ছেদের নেতৃত্ব দিয়েছে নারায়ণগঞ্জ জেলা নির্বাহী ম্যাজিস্ট্রট ও ফতুল্লা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) নাহিদা বারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিন জেবিন বিনতে শেখ।

জানা যায়, ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা  প্রায় ৩০/৪০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় মুক্তিযুদ্ধের প্রতিরোধ স্তম্ভ এর আশেপাশের স্থাপনা উচ্ছেদ করে দখলমুক্ত করা হয়।

distoyed

অপরদিকে দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের ইসদাইরে রাস্তার পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে নাহিদা বারিক। ঝুটের দোকান, খাবার হোটেল, চায়ের দোকানসহ ৫০/৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় অবৈধ দখলদাররা উচ্ছেদে বাধা দেয়ার চেষ্টা করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা বারিকের কঠোর ভূমিকায় অবৈধ দখলদাররা পিছু হটে।

distoyed

নাহিদা বারিক জাগো নিউজকে জানান, ঢাকা-নারায়ণগঞ্জ সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রাস্তা প্রশস্তকরণে সড়ক ও জনপদের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

শাহাদাত হোসেন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।