শিক্ষাক্রম বাতিল দাবি

‘শিক্ষা আন্দোলন’ ব্যানারে অভিভাবকদের গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৯ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৩

নতুন শিক্ষাক্রম বাতিল দাবিতে গণস্বাক্ষর কর্মসূচির ঘোষণা দিয়েছেন অভিভাবকরা। আগামী সোমবার (২৫ সেপ্টেম্বর) থেকে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ুয়া শিক্ষার্থীর অভিভাবকদের মতামত নিতে এ গণস্বাক্ষর করবেন তারা। পরে শিক্ষা মন্ত্রণালয়ে দাবি-দাওয়া সংবলিত স্মারকলিপি দেওয়া হবে। তাতে গণস্বাক্ষরের কাগজপত্র যুক্ত করা হবে।

শনিবার (২২ সেপ্টেম্বর) শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে অভিভাবকরা দ্বিতীয় দিনের মতো বৈঠক করেন। এতে ৪০ থেকে ৫০ জন অভিভাবক অংশ নেন। বৈঠক থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সেখান থেকে শিক্ষাক্রম বাতিল দাবিতে নতুন প্ল্যাটফর্মও দাঁড় করানো হয়েছে। এর নাম দেওয়া হয়েছে ‘শিক্ষা আন্দোলন-২০২৩’।

বৈঠকে অংশ নেওয়া অভিভাবক তাহেরা আক্তার রূপা জাগো নিউজকে বলেন, ‘প্রথম পদক্ষেপ হিসেবে আমরা অভিভাবকদের স্বাক্ষর সংগ্রহ করবো। যারা আমাদের দাবির সঙ্গে একমত এমন অভিভাবকদের স্বাক্ষর নেওয়া হবে। এ স্বাক্ষরের কপিসহ পরে শিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দেওয়া হবে।’

আরও পড়ুন>> ঐক্যবদ্ধ হচ্ছেন অভিভাবকরা, কর্মসূচি ঘোষণা শুক্রবার

মারজান আক্তার নামে আরেকজন অভিভাবক জানান, আজকের বৈঠক থেকে একটি প্যানেল গঠন করা হয়েছে। এ প্যানেল রোববার (২৪ সেপ্টেম্বর) একটি গোলটেবিল বৈঠক করবে। সেখান থেকে বিস্তারিত প্রস্তুতি নিয়ে গণস্বাক্ষর কর্মসূচি করা হবে।

এদিকে, ‘শিক্ষা আন্দোলন-২০২৩’ নামে গঠিত প্যানেলে আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মূল শাখার এক শিক্ষার্থীর অভিভাবক শেখ সাইফুর রহমান।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্র জানায়, চলতি বছর প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে চালু হয়েছে নতুন শিক্ষাক্রম। ২০২৪ সালে দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম অনুযায়ী পাঠদান করানো হবে। চতুর্থ, পঞ্চম ও দশম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চালু হবে ২০২৫ সালে। অর্থাৎ প্রাথমিক ও মাধ্যমিক স্তরের প্রায় সব শ্রেণিতে পুরোদমে চালু হয়ে যাবে নতুন শিক্ষাক্রম। নতুন শিক্ষাক্রমে মূল্যায়ন পদ্ধতিও ভিন্ন। শতভাগ শিখনকালীন মূল্যায়ন করা হবে।

আরও পড়ুন>> ‘পরীক্ষাবিহীন’ পড়াশোনায় আস্থা নেই অভিভাবকদের

২০২৬ সালে এসএসসি ও ২০২৭ সালে এইচএসসিতে জিপিএ পদ্ধতি বাতিল করা হবে। মূল্যায়ন হবে চিহ্নভিত্তিক। থাকবে না কোনো পরীক্ষাও। এ নিয়ে অভিভাবকরা শঙ্কিত। তারা পরীক্ষাবিহীন শিক্ষাব্যবস্থায় আস্থা রাখতে পারছেন না। এজন্য নতুন শিক্ষাক্রম বাতিলের দাবিতে আন্দোলনে নামছেন।

শিক্ষা আন্দোলনের কমিটি আহবায়ক শেখ সাইফুর রহমান, যুগ্ম আহবায়ক তাহেরা আক্তার রূপা, সদস্যসচিব অলোক রায়, যুগ্ম সদস্যসচিব আমিরুল ইসলাম,অর্থ সম্পাদক মারজান আকতার, সহ-অর্থ সম্পাদক জান্নাতুল ফেরদৌস। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন ফাহমিদা পারভীন, শাহদাত হোসেন, সাইদা সুলতানা, পাপড়ি সুলতানা ও লিপি হোসেন।

এএএইচ/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।