প্রধানমন্ত্রীর কাছে সিএজির বার্ষিক অডিট রিপোর্ট পেশ


প্রকাশিত: ০৯:৪৪ এএম, ২৭ মার্চ ২০১৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বার্ষিক অডিট রিপোর্ট পেশ করেছেন বাংলাদেশের কম্পটোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) মাসুদ আহমেদ। রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ রিপোর্ট পেশ করেন তিনি।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, ১৬টি বার্ষিক অডিট রিপোর্ট, ৬টি বিশেষ অডিট রিপোর্ট, ১টি পারফরমেন্স অডিট রিপোর্ট এবং ১টি উপযোজন হিসাব রিপোর্টসহ মোট ২৪টি অডিট ও হিসাব রিপোর্ট পেশ করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুখ্য সচিব আবুল কালাম আজাদ।

এসএ/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।