বিজ্ঞান বিভাগে বেড়েছে জিপিএ ৫
গত বছরের তুলনায় এবার বিজ্ঞান বিভাগে জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এবার বিজ্ঞান বিভাগে আটটি সাধারণ শিক্ষা বোর্ড থেকে ৮৯ হাজার ৩ শত ৮৪ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছেন। গতবার এ সকল বোর্ড থেকে জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থী ছিল ৮৬ হাজার ২ শত ৭৫ জন। যা গতবারের তুলনায় ৩ হাজার ১০৯ জন বৃদ্ধি পেয়েছে।
বুধবার মাধ্যমিক ও সমমান পরীক্ষার প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য পাওয়া যায়।
এবার এসএসসি পরীক্ষায় দেশের আটটি সাধারণ শির্ক্ষা বোর্ডের অধীনে বিজ্ঞান বিভাগ থেকে ৩ লক্ষ ৭৭ হাজার ৪ শত ৭৪ জন পরীক্ষার্থী অংশ নেন। যার মধ্য ৩ লক্ষ ৬১ হাজার ৯ শত ৪৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হন।
এসএম/এবিএস