মোমিন মেহেদী ও শান্তা ফারজানা জুটির ৪ বই

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১:৩২ পিএম, ০১ মার্চ ২০২৪

দৈনিক পূর্বাভাসের ভারপ্রাপ্ত সম্পাদক মোমিন মেহেদী এবং সেভ দ্য রোডের মহাসচিব শান্তা ফারজানা জুটির ৪টি বই প্রকাশিত হয়েছে। প্রকাশনা প্রতিষ্ঠান সাউন্ডবাংলা থেকে প্রকাশিত মোমিন মেহেদীর ‘এই পৃথিবী আলোর জন্য’ ও ‘সাংবাদিকতা’ এবং শান্তা ফারজানার ‘বেনাপোল এক্সপ্রেস’ ও ‘ রেতবার তীরে’ পাওয়া যাচ্ছে লিটল ম্যাগ চত্বরের ৭৮ নাম্বার স্টলে। বইগুলো কিনতে বিভিন্ন বয়সী পাঠকের ভিড় দেখা যায়।

জানা যায়, ‘এই পৃথিবী আলোর জন্য’ শিশুতোষ ছড়াগ্রন্থ এবং ‘সাংবাদিকতা’ মোমিন মেহেদী রচিত সাংবাদিকতায় আগ্রহীদের জন্য শিক্ষণীয় বই। ‘বেনাপোল এক্সপ্রেস’ একটি ট্রাজেডির নাম। ২৪ অক্টোবর থেকে রাজনৈতিক সহিংসতাকে কেন্দ্র করে দুর্বৃত্তরা বিভিন্ন বাহনে অগ্নিসংযোগ করেছিল। এতে প্রাণ হারিয়েছিল অসংখ্য নিরাপরাধ মানুষ, আহত হয়েছিলেন অনেকেই। বেনাপোল এক্সপ্রেস সহিংসতার বিরুদ্ধে একটি বই।

আরও পড়ুন
ফাহিম আহমেদের ‘মৃত্যু তবু জলের উল্লাসে’
সুখন সরকারের ‘সুরৎ জামাল ও অধুয়া সুন্দরী’

শান্তা ফারজানা একজন শিক্ষক, প্রতিষ্ঠা করেছেন সাউন্ড বাংলা স্কুল। তিনি একজন সংগঠক। মেহেদী-শান্তা জুটি দেশের একমাত্র রাজনৈতিক-শিক্ষা-সাহিত্য-সাংস্কৃতিক ও উদ্যেক্তা জুটি। তারা দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে সাংবাদিকতা-লেখালেখির পাশাপাশি শিক্ষাজীবন থেকে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত।

শান্তা ফারজানা ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ ৫ পেয়ে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ হওয়ার পর লন্ডনের সান্ডারল্যান্ড ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর সমাপ্ত করেন। মোমিন মেহেদী ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার আন্দোলন জোটের সভাপতি হিসেবে ২০০৯ পর্যন্ত দায়িত্ব পালন করেন।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।