ইশিতা জেরীনের উপন্যাস ‘বেণুবনচ্ছায়াঘন সন্ধ্যা’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪:১৮ পিএম, ০১ মার্চ ২০২৪

অমর একুশে বইমেলায় লেখক ইশিতা জেরীনের উপন্যাস ‘বেণুবনচ্ছায়াঘন সন্ধ্যা’ প্রকাশিত হয়েছে। জ্ঞানকোষ প্রকাশনী থেকে প্রকাশিত উপন্যাসটি বইমেলার ১২ নাম্বার প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে।

এ ছাড়া রকমারিতেও পাওয়া যাবে। বইটির প্রচ্ছদ এঁকেছেন জুলিয়ান। মূল্য ৬০০ টাকা। ২৫ শতাংশ ছাড়ে ৪৫০ টাকায় পাওয়া যাবে বইটি।

ইশিতা জেরীনের জন্ম ১৯৮৯ সালের ১০ মার্চ রাজশাহীতে। পড়ালেখা করেছেন তথ্যপ্রযুক্তিতে। বর্তমানে সাহিত্যচর্চায় নিয়োজিত। পাশাপাশি মনোনিবেশ করেছেন অনুবাদকর্মেও।

আরও পড়ুন
ফাহিম আহমেদের ‘মৃত্যু তবু জলের উল্লাসে’
সুখন সরকারের ‘সুরৎ জামাল ও অধুয়া সুন্দরী’

লেখকের প্রকাশিত বই- নিঃস্বর নীলকণ্ঠ (২০১৭); কালপারাবার (২০১৮); তন্দ্রা ও তমিস্রার কাব্য (২০১৮); গোধূলিসন্ধির নৃত্য (২০১৯); স্বপ্নকূট ও স্বপ্নকীট (২০২০); বসন্তের মাতাল সমীরণে (২০২৩)।

প্রথম সম্পাদিত গল্পগ্রন্থ ‘গল্পকথার কল্পতরু’ প্রকাশিত হয়েছে বইমেলায়। অনুবাদ করেছেন সামার, ফায়ারওয়ার্কস অ্যান্ড মাই করপস; অ্যানাদার ভলিউম ১; অ্যাস্লিপ; কিচেন; হার্ডবয়েল্ড অ্যান্ড হার্ড লাক; ডেড-এন্ড মেমোরিজ।

এসইউ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।