শালিক পাখির অভিমান: মুক্তির আকাঙ্ক্ষা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১:৪৯ পিএম, ৩১ জানুয়ারি ২০২৫

শামসুদ্দিন হীরা

কবি ও কথাসাহিত্যিক তাহমিনা শিল্পীর গল্পগ্রন্থ ‘শালিক পাখির অভিমান’ প্রকাশিত হয়েছে সম্প্রতি। লেখক তার প্রতিটি গল্পে আবেগপ্রবণ ও মননশীল গল্পের বিন্যাস, মানবজীবনের টানাপোড়েন, সম্পর্কের জটিলতা এবং সমাজের নানা বাস্তবতা তুলে এনেছেন।

বইটির নামপ্রতীক ‘শালিক পাখি’ শুধু প্রকৃতির একটি চরিত্র নয়, এটি মূলত প্রতীকী। পাখিটি একদিকে স্বাধীনতা ও মুক্তির আকাঙ্ক্ষা প্রকাশ করে। অন্যদিকে শূন্যতার অভিমানে জীবনের ক্ষুদ্র অথচ গভীর আবেগের কথা বলে।

প্রচ্ছদ শিল্পী ধ্রুব এষ তার সৃজনশীলতায় বইয়ের মেজাজকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন। শালিক পাখির অভিমান, রং ও প্রকৃতির ছোঁয়া দিয়ে বইটির আবরণে একটি ঐন্দ্রজালিক আবেদন সৃষ্টি করেছেন। এটি কেবল পাঠকদের দৃষ্টি আকর্ষণ করবে না বরং বইয়ের গল্পগুলোর মর্মবোধ বুঝতে সহায়ক হবে।

আরও পড়ুন

তাহমিনা শিল্পীর লেখার অন্যতম বৈশিষ্ট্য হলো সরল ভাষার গভীর আবেদন। এ গল্পগ্রন্থে পাঠক পাবেন জীবনের অন্তর্নিহিত দুঃখ-কষ্ট, প্রতীক্ষা, ভালোবাসা ও অভিমানের গল্প। যা একাধারে নিশ্চিত ভাবে পাঠকের মন ছুঁয়ে যাবে।

প্রকাশনা প্রতিষ্ঠান প্রতিভা প্রকাশ থেকে বইটি প্রকাশিত হয়েছে। মূল্য রাখা হয়েছে ২৫০ টাকা। বলা যায়, এটি খুবই সাশ্রয়ী। বইটি সব শ্রেণির পাঠকের কাছে সহজলভ্য করে তুলবে।

সার্বিকভাবে ‘শালিক পাখির অভিমান’ একটি হৃদয়গ্রাহী ও চিন্তাশীল বই। এতে মোট ১৩টি গল্প রয়েছে। প্রতিটি গল্পের কাহিনি বিন্যাসে ভিন্নতা আছে। পাঠকের আবেগ ও বোধকে জাগ্রত করতে সক্ষম। ২০২৫ সালের অমর একুশে বইমেলায় এটি সাড়া জাগানো সংযোজন হবে বলেই আশা করি।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।