বইমেলায় সাড়া ফেলেছে এম মিরাজ হোসেনের ‘আপন নামা’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১:১২ পিএম, ০৩ মার্চ ২০২২

প্রথম বই ‘হাওয়ায় ভেসে হাজার মাইল’র পর ‘আপন নামা’ দিয়েও সফলতার পথে হাঁটছেন লেখক এম মিরাজ হোসেন। তার আত্মজীবনীমূলক বই ‘আপন নামা’ অমর একুশে বইমেলায় প্রকাশনীর স্টলে বিক্রির শীর্ষে রয়েছে।

জানা যায়, নওরোজ কিতাবিস্তান থেকে প্রকাশিত বইটি এরই মধ্যে প্রকাশনা প্রতিষ্ঠানের বেস্ট সেলার বই হিসেবে ঘোষিত হয়েছে।

প্রকাশনীর তথ্যমতে, ১৯ ফেব্রুয়ারি বইটি প্রকাশের পর প্রথম ৭ দিনের মধ্যে ৪,৮০০ কপি বিক্রি হয়েছে। বিভিন্ন বয়সের পাঠকের কাছে বইটি ব্যাপক সমাদৃত হয়েছে।

লেখক এম মিরাজ হোসেনের জীবনের বিভিন্ন সময়ের স্মৃতিময় ঘটনা নিয়ে বইটি লেখা হয়েছে। তার শৈশব-কৈশোর, পরিবার, অভাব-অনটন, বেঁচে থাকার যুদ্ধ, পড়াশোনা, পরিশ্রম-সাফল্য, সামাজিক কার্যক্রম প্রভৃতি বিষয় উঠে এসেছে।

লেখক বলেন, ‘জীবনের প্রতিটি মুহূর্তেই যোগ হয় নতুন গল্প। সেই গল্পের জীবনে আমরা ছুটে চলি আবহমান কাল ধরে। আপন নামা আমার সেই জীবনের ছুটে চলার গল্প।’

নওরোজ কিতাবিস্তানের কর্ণধার মনজুর খান চৌধুরী চন্দন বলেন, ‘প্রকাশের পর থেকে আপন নামার বেশ কাটতি চলছে। প্রতিদিনই পাঠকরা স্টলে ভিড় করছেন বইটির জন্য। আমরা এ সাফল্যে আনন্দিত।’

বইটি পাওয়া যাচ্ছে বইমেলায় ২৮৮-২৯০ নম্বর স্টলে। ১৬৫ পৃষ্ঠার বইটির মুদ্রিত মূল্য ৩৫০ টাকা। মেলায় বিশেষ ছাড়ে বইটি পাওয়া যাবে ২৭৫ টাকায়।

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।