শাকুর মজিদকে উৎসর্গ করে রাব্বী আহমেদের বই


প্রকাশিত: ০৫:১২ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৬

গুণীজন শাকুর মজিদকে বই উৎসর্গ করেছেন সাম্প্রতিক সময়ের তরুণ কবি ও লেখক রাব্বী আহমেদ। আধাসামরিক শিক্ষা প্রতিষ্ঠান ক্যাডেট কলেজের মজার ঘটনার সংকলন নিয়ে লেখা বইটির নাম ‘ক্যাডেট রম্য’। রাব্বী আহমেদ ও শাকুর মজিদ দু’জনেই ক্যাডেট কলেজের প্রাক্তন শিক্ষার্থী। তাই এক ধরণের ভালোবাসা থেকেই বইটি  উৎসর্গ করেছেন বলে জানান রাব্বী আহমেদ। তিনি এ প্রসঙ্গে বলেন, তখন আমি বরিশাল ক্যাডেট কলেজে নবম শ্রেণীতে পড়ি। প্রতি সোমবার লাইব্রেরি ক্লাস ছিল। একদিন শাকুর মজিদের ‘ক্লাস সেভেন ১৯৭৮’ বইটি হাতে পাই। পড়ে দেখি লেখক ক্যাডেট কলেজের প্রাক্তন শিক্ষার্থী। এবং এটি তারই স্মৃতিচারণ মূলক বই। পড়ে খুব অনুপ্রেরণা পাই বই লেখার। কারণ, অন্য সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে কঠোর নিয়মতান্ত্রিকতার কারণে ক্যাডেট জীবন আলাদা। তখনই সিদ্ধান্ত নেই যদি কখনো ক্যাডেট জীবন নিয়ে কোন বই প্রকাশ পায় তবে তা এই লেখককেই উৎসর্গ করবো। অনেক দিনের ইচ্ছে পূরণ হলো।

উল্লেখ, ক্যাডেট রম্য দীর্ঘদিন প্রকাশিত হয়েছে প্রথম আলোর ফান সাপ্লিমেন্ট রস+আলো এবং ইত্তেফাকের ফান সাপ্লিমেন্ট ঠাট্টায়। এছাড়া আছে বেশ কিছু অপ্রকাশিত লেখাও। বইটির প্রচ্ছদ শিল্পী পলাশ শাকিল। বইটি প্রকাশ করেছে ‘বইপত্র’ প্রকাশন। পাওয়া যাবে ১২৭-১২৮ নং স্টলে।

এইচএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।