বইমেলায় আসছে এরশাদের আত্মজীবনী


প্রকাশিত: ০৩:৩১ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৬

ছাত্র জীবন থেকে শুরু করে চাকরি জীবন, রাষ্ট্র পরিচালনা, ব্যক্তিগত জীবনের সবগুলো খুটিনাটি বিষয় নিয়ে এবারের বইমেলায় আত্মজীবনী প্রকাশ করতে যাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।

আগামী ২৩ ফেব্রুয়ারি এ বইয়ের মোড়ক উন্মোচন করা হবে বলে জানা গেছে। এদিন বিকেল তিনটায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এ বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে।

এখন পর্যন্ত এরশাদ নিজেই এ বইয়ের মোড়ক উন্মোচন করার কথা রয়েছে। জানা গেছে, গত ২ বছরে বইটি লিখেছেন তিনি। এরই মধ্যে বইয়ের প্রচ্ছদ ও মেকআপের কাজ শেষ করে মোড়ক উন্মোচনের জন্য তৈরি হয়েছে।

জানা গেছে, বইটিতে উঠে এসেছে জিনাত মোশাররফের প্রসঙ্গটি। এছাড়াও রওশন এরশাদ, বিদিশা ও তার নিকটবর্তী অনেকের বিষয়ে বিস্তারিত তুলে ধরেছেন তিনি। তার শৈশব, কৈশোর, কর্মজীবন ও রাজনৈতিক জীবনের প্রায় সবক’টি ঘটনা উঠে এসেছে এই বইয়ে।

সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সামরিক উর্দি পরে ক্ষমতায় এসে গড়েছিলেন রাজনৈতিক দল। ৯ বছর ক্ষমতায় থাকার পর গণ-আন্দোলনে হয়েছিলেন ক্ষমতাচ্যুত। এরপর থেকে দেশের রাজনীতিতে তিনি আলোচিত ব্যক্তি। নিজের সামরিক ও রাজনৈতিক জীবনের ঘটনাগুলোও স্থান পেয়েছে আত্মজীবনীমূলক এই গ্রন্থ।

রাজনৈতিক এবং ব্যাক্তিগত জীবনের শুরু থেকেই বির্তক পিছু ধরেছে এ নেতার। বইটি প্রকাশের পর আবারো নতুন করে বির্তকের মুখে পড়তে পারেন বলে জানিয়েছেন বইয়ের প্রকাশনার সঙ্গে জড়িত ব্যক্তিরা। একহাজার পৃষ্ঠার বইটি প্রকাশিত হচ্ছে আকাশ প্রকাশনী থেকে।

এএম/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।