দুই যুগ পর আবারও মুক্তি পাচ্ছে ‘ধাড়কান’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:০৫ এএম, ১৫ মে ২০২৫
‘ধাড়কান’ দর্শকরা ভীষণ পছন্দ করেছিলেন

দুই যুগের বেশি সময় পর আবারও প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বলিউডের তুমুল জনপ্রিয় সিনেমা ‘ধারকান’। সিনেমাটি অক্ষয় কুমার, সুনীল শেট্টি এবং শিল্পা শেঠির মতো খ্যাতিমান তারকারা অভিনয় করেছেন। হৃদয়জুড়ানো প্রেম কাহিনি নিয়ে নির্মিত এ সিনেমা দর্শকরা লুফে নিয়েছিল। আরও একবার সেই নস্টালজিয়ায় ভাসতে যাচ্ছেন সিনেমাপ্রেমীরা।

একটি ত্রিমুখী প্রেমের কাহিনি নিয়ে নির্মিত ‘ধাড়কান’ সিনেমাটি ২০০০ সালের ১১ আগস্ট মুক্তি পেয়েছিল। প্রেক্ষাগৃহে আসার সঙ্গে সঙ্গেই এটি জনপ্রিয়তা পেয়েছিল। অক্ষয় কুমার, সুনীল শেট্টি এবং শিল্পা শেঠি অভিনীত ‘ধাড়কান’সিনেমার গল্প, গান সবকিছুই ছিল সম্পূর্ণ আলাদা। দুই যুগের বেশি সময় অর্থাৎ, ২৫ বছর পর আরও একবার দর্শকদের নস্টালজিয়ায় ভাসাতে মুক্তি পাচ্ছে ‘ধাড়কান’।

আগামী ২৩ মে ধর্মেশ দর্শন নির্মিত ‘ধাড়কান’ সিনেমাটি মুক্তি পাবে। আবারও বড় পর্দায় ফুটে উঠবে অঞ্জলি দেব এবং রামের সেই অনবদ্য হৃদয়ছোঁয়া করা প্রেম কাহিনি। আবারও শোনা পাওয়া যাবে সেই মনোমুগ্ধকর গানগুলো।

সম্প্রতি একটি অনুষ্ঠানে অক্ষয় কুমার এবং শিল্পা শেঠিকে একসঙ্গে স্টেজ শেয়ার করতে দেখা যায়। অনেকদিন পর পছন্দের তারকাদের হাসিমুখে একে অপরের সঙ্গে স্টেজ শেয়ার করতে দেখে বেশ খুশি হয়েছিলেন ভক্তরা। এবার পালা আবারও তাদের বড়পর্দায় দেখার জন্য।

এদিকে কিছুদিন আগেই অক্ষয় কুমারের ‘কেসারি চ্যাপ্টার ২’সিনেমাটি মুক্তি পেয়েছে। সামনে অক্ষয়কে ‘ভূত বাংলা’ এবং ‘হাউসফুল ৫’ সিনেমায় অভিনয় করতে দেখা যাবে। অন্যদিকে সুনীল শেঠি ‘কেসারি বীর’ সিনেমার মুক্তির প্রচারণা নিয়ে ব্যস্ত আছেন। কিন্তু শিল্পা এখন নিজের সংসার ও সন্তান নিয়ে ব্যস্ত রয়েছেন।

এমএমএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।