বউয়ের টাকায় সংসার চালানো সেই স্বামী আজ সুপারস্টার

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৪ এএম, ১৯ জুন ২০২৫

বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি আয়ুষ্মান খুরানা ও তাহিরা কাশ্যপ। সুখী দাম্পত্যের উদাহরণ হিসেবে অনেকেই তাদের নাম নেন। কিন্তু এই দম্পতির জীবনও একসময় গেছে অর্থকষ্টের মধ্য দিয়ে। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে সেই কঠিন সময়ের কথা তুলে ধরেছেন তাহিরা।

আয়ুষ্মান আজ হিন্দি সিনেমার বড় তারকা। যে ছবিই করেন সেটাই বক্স অফিস কাঁপায়। কিন্তু আজকের সুপারস্টারকে একসময় দিন পার করতে হয়েছে বউয়ের টাকায়। আয়ুষ্মান তখন সবেমাত্র শোবিজে ক্যারিয়ার শুরু করেছেন। তিনি জানতেনও না কীভাবে চলছে সংসারের খরচ।

অভিনেতার স্ত্রী তাহিরা সাক্ষাৎকারে জানান, বিয়ের পর এক বছরের মধ্যেই তার ব্যাংক ব্যালেন্স পুরোপুরি শূন্য হয়ে গিয়েছিল। কারণ, সংসারের সব খরচ একাই চালাচ্ছিলেন তিনি। সে সময় আয়ুষ্মান ক্যারিয়ারের শুরুতে ছিলেন। তাহিরা নিজেও চাকরি খুঁজছিলেন। আগে সঞ্চিত সামান্য টাকা দিয়েই মুম্বাইয়ের ঘর চালাতেন তাহিরা। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি।

তাহিরা বলেন, ‘এই ছেলেটা (আয়ুষ্মান) বুঝতই না যে বাজারের সবজি-ফল কোথা থেকে আসছে। আমার ব্যাংক ব্যালেন্স কমতে কমতে শেষ হয়ে যায়। আমি কারও কাছে কখনও টাকা চাইনি, এমনকি বাবা-মায়ের কাছেও না। সবসময় নিজের টাকায় চলেছি।’

তিনি আরও জানান, একদিন আয়ুষ্মান তাকে জিজ্ঞাসা করেছিলেন ‘তুমি আজ আম কেন আনোনি?’ তাহিরা তখন কান্নায় ভেঙে পড়েন। বলেন, ‘তুমি কী জানো কীভাবে আমরা বাজার করছি? আমার ব্যালেন্স শূন্য, আমি চাকরির চেষ্টা করছি। পুরো ৭-৮ মাস ধরে শুধু আমার সঞ্চয়েই চলছি আমরা।’ এই কথা শুনে চমকে যায় আয়ুষ্মান। সে তখন লজ্জা পেয়েছিল।’

তাহিরা জানান, তখন আয়ুষ্মান কেবলমাত্র ভিডিও জকি হিসেবে ক্যারিয়ার শুরু করেছেন। সেই সময়ের তিক্ত অভিজ্ঞতাই আজ তাদের সম্পর্ককে আরও মজবুত করেছে।

২০০৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন আয়ুষ্মান ও তাহিরা। তাদের দুই সন্তান রয়েছে। ছেলে বিরাজবীর ও মেয়ে ভারুশকাকে নিয়ে আজ তারা সফল ও সুখী দম্পতি।

এলআইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।