‘সিতারে জামিন পার’র জন্য নতুন উপাধি পেলেন আমির, আয় কত হলো সিনেমার

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১:২৬ পিএম, ০৬ জুলাই ২০২৫
‘বক্স অফিস কা বাপ’ উপাধিতে ভূষিত করা হয়েছে আমির খানকে।

দুই সিনেমার সঙ্গে লড়াই করে যাচ্ছে আমির খানের ‘সিতারে জামিন পার’। কাজলের ‘মা’ এবং বিষ্ণু মান্চুর ‘কন্নপ্পা’ সিনেমা মুক্তির পর, প্রতিযোগিতা সত্ত্বেও, আমিরের সিনেমা বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছে। এ সাফল্যের জন্য তাকে ‘বক্স অফিস কা বাপ’ উপাধিতে ভূষিত করা হয়েছে।

‘স্যাকনিল্ক’র তথ্য থেকে জানা গেছে, ১৫ দিনে ভারতে ‘সিতারে জামিন পার’ প্রায় ১৩৭.৮০ কোটি রুপি আয় করেছে। সিনেমাটি মুক্তির আগে আমির জানিয়েছিলেন যে, এটি কোনো স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পাবে না, শুধুমাত্র থিয়েটারেই দেখা যাবে।

সিনেমার সাফল্য উদযাপনে ‘পিভিআর ইনক্স পিকচারস’ এবং ‘সিনেপোলিস’র উদ্যোগে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়, এতে আমির খান নিজে উপস্থিত ছিলেন। ভারতের বিভিন্ন এলাকা থেকে একত্রিত হয়েছিলেন এক্সিবিটররা আমিরকে সম্মান জানাতে।

এ অনুষ্ঠানে আমিরকে স্মারক উপহার দেওয়া হয় এবং ‘বক্স অফিস কা বাপ’ উপাধিতে ভূষিত করা হয়। সিনেমায় দেখা যায় আমির এক্সিবিটরদের সঙ্গে কথা বলছেন। ‘সিতারে জামিন পার’ সিনেমাটির টিমও এ অনুষ্ঠানে উপস্থিত ছিল।

‘সিতারে জামিন পার’র জন্য নতুন উপাধি পেলেন আমির, আয় কত হলো সিনেমার‘সিতারে জামিন পার’ সিনেমার দৃশ্যে আমির খান

আমির খান সবশেষ আর এস প্রসন্ন নির্মিত ‘সিতারে জামিন পার’ সিনেমায় অভিনয় করেছেন। ২০ জুন মুক্তি পায় এই সিনেমা। যা ২০০৭ সালের সমালোচকদের প্রশংসিত সিনেমা ‘তারে জামিন পার’র সিক্যুয়েল।

 
 
 
View this post on Instagram

A post shared by PVRINOX Pictures (@pvrpictures)

‘সিতারে জামিন পার’ সিনেমায় আমির একজন বাস্কেটবল কোচের ভূমিকায় অভিনয় করেছেন, যিনি দশ জন প্রতিবন্ধী ব্যক্তির একটি দলকে শেখান বাস্কেটবল। আমির খান নিজে, অপর্ণা পুরোহিত এবং রবি ভগচন্দকা এ সিনেমার প্রযোজনা করেছেন। সিনেমায় জেনেলিয়া ডি’সুজাও অভিনয় করেছেন। সিনেমাটি বক্স অফিসে ভালো ব্যবসা করেছে।

আরও পড়ুন:

‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতার পর এটি আমিরের বড় পর্দার সাফল্য। ‘স্যাকনিল্ক’র তথ্য অনুযায়ী, সিনেমাটি বিশ্বব্যাপী ২১৭.৫০ কোটি রুপি আয় করেছে।

এমএমএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।