করোনায় বন্ধ নায়ক বরুণের বিয়ে

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১:১৪ পিএম, ১৮ মার্চ ২০২০

বলিউডে তারকাদের মধ্যেও বেশ প্রিয় জুটি বরুণ ধাওয়ান ও তার প্রেমিকা নাতাশা দালাল। সেই ছোটবেলা থেকে তাদের বন্ধুত্ব। কলেজ জীবনে এসে সম্পর্কটি রুপ নেয় ভালোবাসায়। প্রায় দুই বছর ধরে বলিপাড়ায় বরুণ ধাওয়ান ও তার ছোটবেলার বন্ধু-প্রেমিকা নাতাশা দালালের বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে।

শোনা যাচ্ছিলো আসছে মে মাসের ২২ তারিখে প্রেমিকার সঙ্গে ছাদনাতলায় বসবেন বরুণ। আর বিয়েটা হওয়ার কথা ছিলো থাইল্যান্ডে। কিন্তু অবশেষে করোনা আতঙ্কে আপাতত বিয়ে বন্ধ করেছেন বরুণ ধাওয়ান।

বিজ্ঞাপন

বিয়ের ভেন্যুও পরিবর্তন করে মুম্বাইয়ে ঠিক করছেন। কিন্তু ঠিক কবে বিয়ে করছেন? এই বিষয়ে এখনো কিছু জানাননি বরুণ।

বরুণের একটি ঘনিষ্ঠসূত্র জানায়, থাইল্যান্ডের একটি আইল্যান্ডে বরুণ-নাতাশার বিয়ের আনুষ্ঠানিকতা হওয়ার কথা থাকলেও সেটি আর হচ্ছে না। বিয়ের অনুষ্ঠান এখন হবে মুম্বাইয়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই সবকিছু চূড়ান্ত করা হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমবি/এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।