এবার অনুদান দিলেন আমির খান

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২:০৪ পিএম, ০৯ এপ্রিল ২০২০

করোনাভাইরাসের জেরে লকডাউনে বিপর্যস্ত ভারত। দেশের দরিদ্র শ্রেণির বহু মানুষকে সাহায্যের জন্য রাষ্ট্রীয় ও ব্যক্তিগতভাবে অনেকেই এগিয়ে এসেছেন। অমিতাভ বচ্চন, শাহরুখ ও সালমান খানসহ অনেক তারকারাও দুই হাত খুলে সহায়তা দিচ্ছেন।

তবে নিরব ছিলেন আমির খান। এ নিয়ে অনেক সমালোচনাও চলছিলো গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে। অবশেষে জানা গেল, অসহায় মানুষদের সাহায্যে এগিয়ে এলেন আমির খানও।

ভারতীয় গণমাধ্যমের খবর, করোনা সংক্রমণ রুখতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের জন্য অনুদান নিয়ে এগিয়ে এসছেন আমির। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের পাশাপাশি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের জন্যও এগিয়ে এসেছেন আমির।

এসবের পাশাপাশি মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির দিনমজুরদের সাহায্যের জন্যও হাত বাড়িয়েছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ জানান, আমিরের সিনেমা লাল সিং চাড্ডার শুটিং মাঝ পথে বন্ধ হয়ে গিয়েছে। লাল সিং চাড্ডার সিনেমার সাথে জড়িত দৈনিক রোজগেরে শ্রমিকদের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন আমির খান।

এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।