আমির খানের বাড়িতে করোনায় আক্রান্ত ৭ জন

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১:১৮ পিএম, ৩০ জুন ২০২০

সারা বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। ভারেতে বেশ কয়েকজন তারকার বাড়িতে করোনা রোগী পাওয়া গেছে এরই মধ্যে। সুস্থ হয়ে উঠেছেন কেউ কেই। এবার করোনার হানা আমির খানের বাড়িতে।

জানা গেছে, সুপারস্টার আমির খানের গাড়িচালক, দেহরক্ষী ও রাঁধুনীসহ সাত জন স্টাফ করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (৩০ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতি আমির খান লেখেন, ‘আমার কয়েকজন স্টাফ করোনায় আক্রান্ত হয়েছে। তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি) কর্মকর্তারা তাদের চিকিৎসা প্রদানের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছেন।’

আমির আরও লিখেছেন ‘আমরা বাকিরা ভালো আছি এবং টেস্টে নেগেটিভ এসেছে। এখন শুধু আমার মায়ের টেস্ট বাকি রয়েছে। সবাই প্রার্থনা করবেন যেন নেগেটিভ আসে।’

আমির খানের পরবর্তী সিনেমা ‘লাল সিং চাড্ডা’। হলিউডের ‘ফরেস্ট গাম্প’ সিনেমার রিমেক এটি। শোনা যাচ্ছিলো, এই সিনেমার বাকি শুটিং শুরুর পরিকল্পনা করছেন আমির। কিন্তু এরই মধ্যে স্টাফদের করোনায় আক্রান্ত হওয়ায় আবার পিছিয়ে গেলো।

এমএবি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।