প্রথমবারের মতো যে কাজ করতে যাচ্ছেন সাই পল্লবী

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:০৯ এএম, ১৫ জানুয়ারি ২০২৫

দক্ষিণ ভারতের সুপারস্টার অভিনেত্রী সাই পল্লবী। অসাধারণ অভিনয়ের জন্য তিনি পরিচিত। বর্তমান প্রজন্মের পছন্দের তালিকায় শীর্ষ অভিনেত্রী তিনি। সাধারণত চরিত্র এবং গল্প নিয়ে অত্যন্ত সচেতন তিনি। বেছে বেছে কাজ করেন। সেজন্য কাজের সংখ্যা কম হলেও প্রশংসিত চরিত্রে তাকে দেখা যায়।

সেই সাই পল্লবী প্রথমবারের মতো একটি নারীকেন্দ্রিক গল্পে অভিনয় করতে যাচ্ছেন। বিশ্বস্ত সূত্রে পিঙ্কভিলা জানিয়েছে, সাই পল্লবী একটি আকর্ষণীয় গল্প পছন্দ করেছেন। এর চিত্রনাট্য লিখেছেন লেখক কার্তিক থিদা। বর্তমানে ছবিটি নিয়ে আলোচনা চলছে। যদি এই প্রকল্পটি বাস্তবায়িত হয়, এটি হবে সাই পল্লবীর প্রথম নারীকেন্দ্রিক সিনেমা।

সূত্র আরও জানায়, সাই পল্লবী গল্পটি পছন্দ করেছেন। এতে কাজ করতে উন্মুখ হয়ে আছেন অভিনেত্রী।

ছবিটি পরিচালনা করবেন চন্দু মন্দেতি। এর শুটিং শিগগিরই শুরু হবে।

সম্প্রতি সাই পল্লবী তার অভিনয় দক্ষতা দেখিয়েছেন ‘অমরণ’ ছবিতে। এখানে তিনি ইন্দু রেবেকা ভার্গিসের চরিত্রে অভিনয় করেছেন। ভারতীয় সেনাবাহিনীর অফিসার মুকুন্দানের স্ত্রীর চরিত্র এটি। এই সিনেমাটি দিয়ে বেশ প্রশংসিত হয়েছেন তিনি।

এলআইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।