রেকর্ড গড়ে যে বার্তা দিলেন টম ক্রুজ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২:৫৮ পিএম, ২৮ মে ২০২৫

রেকর্ড গড়া উদ্বোধনী সপ্তাহ উপহার দিয়েছে বহুল প্রত্যাশিত সিনেমা ‘মিশন: ইমপসিবল’ সিরিজের অষ্টম কিস্তি। ‘দ্য ফাইনাল রেকনিং’ নামের সিনেমাটি মুক্তির প্রথম সপ্তাহেই বিশ্বব্যাপী আয় করেছে ১৯০ মিলিয়ন ডলার। এটি এই সিরিজের ইতিহাসে সর্বোচ্চ আয়ের রেকর্ড।

মেমোরিয়াল ডে উইকেন্ড শেষে ছবির মোট আয় ২০০ মিলিয়ন ডলার ছাড়িয়েছে। আয়ের এই রেকর্ড গড়ে মুখ খুলেছেন হলিউড সুপারস্টার টম ক্রুজ।

অভাবনীয় সাফল্যের পর সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় টম ক্রুজ লেখেন, ‘এই সপ্তাহ ছিল ইতিহাস গড়ার মতো! প্রতিটি নির্মাতা, কলাকুশলী, স্টুডিও কর্মী, প্রেক্ষাগৃহ কর্মী এবং দর্শকদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের ভালোবাসার কারণেই আমরা এই কাজ করতে ভালোবাসি।’

সিনেমাটির নির্মাণ ব্যয় ছিল প্রায় ৪০০ মিলিয়ন ডলার। তাই লাভের মুখ দেখতে এখনো অপেক্ষায় থাকতে হবে প্রযোজকদের।

এদিকে খুব ভালো শুরু করলেও চারদিনের বক্স অফিসে শীর্ষে জায়গা করে নিতে পারেনি সিনেমাটি। সেই জায়গা দখল করেছে ডিজনির অ্যানিমেশন ফিল্ম ‘লিলো অ্যান্ড স্টিচ’। সে ছবির আয় ছিল ৩৪১ মিলিয়ন ডলার।

৩৪ বছর আগে প্রথমবার ইথান হান্ট হিসেবে হাজির হয়েছিলেন টম ক্রুজ। অনেকেই মনে করছেন, এটাই হতে পারে তার শেষ ‘মিশন’। যদিও এ বিষয়ে সরাসরি কিছু বলেননি অভিনেতা। কান চলচ্চিত্র উৎসবে এক প্রশ্নের জবাবে শুধু বলেন, ‘আমি চাই আপনারা সিনেমাটি উপভোগ করুন। এতেই সব উত্তর রয়েছে।’

‘মিশন: ইমপসিবল - দ্য ফাইনাল রেকনিং’ এখন চলছে বিশ্বের প্রেক্ষাগৃহগুলোতে। দর্শকদের বিপুল আগ্রহই প্রমাণ করছে, ইথান হান্টের মিশন এখনো শেষ হয়নি।

এলআইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।