বড় ক্ষতির মুখে লিওনার্দো ডিক্যাপ্রিওর সিনেমা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৯ এএম, ১৯ অক্টোবর ২০২৫
বড় ক্ষতির মুখে লিওনার্দো ডিক্যাপ্রিওর সিনেমা

নতুন মুক্তি পাওয়া সিনেমাগুলোতে দর্শক আগ্রহের অভাবে ওভারসাইজড বাজেটের কারণে বড় ক্ষতির শিকার হচ্ছে কয়েকটি সিনেমা। বিশেষ করে ‘টাইটানিক’ তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত ‘ওয়ান ব্যাটল আফটার আনাদার’ থিয়েটারিকাল মুক্তির মাধ্যমে প্রায় একশ কোটি ডলার ক্ষতির মুখে।

ভার্জিনিয়ার সিনেমা মালিক মার্ক ও’মিয়ারা জানান, এই সপ্তাহান্তে কিছু পুরস্কারপ্রার্থী সিনেমা খুবই খারাপ ব্যবসা করেছে। এদের মধ্যে এ২৪ প্রযোজিত ডোয়াইন জনসন অভিনীত ‘দ্য স্ম্যাশিং মেশিন’ খুব দ্রুত দর্শক হারিয়েছে। তাছাড়া ‘রুফম্যান’ নামে চ্যানিং টাটুম অভিনীত ড্রামেডি সিনেমাটিও দর্শক আকর্ষণ করতে ব্যর্থ হয়েছে।

‘ওয়ান ব্যাটল আফটার আনাদার’ সিনেমাটিকে সমালোচকরা চমৎকার বললেও প্রায় তিন ঘন্টার এই আর রেটেড মূল গল্পের সিনেমা প্রযোজক কোম্পানির জন্য ব্যবসায়িকভাবে খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। ওয়ালনার ব্রসের প্রযোজনায় সিনেমাটির উৎপাদন ব্যয় ১,৩০০ কোটি ডলার এবং প্রচারণার জন্য ৭০০ কোটি ডলার খরচ হয়েছে।

এছাড়া টিকিট বিক্রি স্টুডিও ও থিয়েটার পরিচালকদের মধ্যে সমান ভাগে হয়। ডিক্যাপ্রিওর সিনেমায় প্রথম অর্থ প্রাপ্তির নিয়ম থাকায় স্টুডিওর জন্য ক্ষতি কমানো কঠিন।

ফান্ডাঙ্গোর বিশ্লেষক শন রবিনস বলেন, ‘এ ধরনের প্রিমিয়াম সিনেমা দর্শকদের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি করতে ব্যর্থ হয়েছে। মানুষ এখন বেশিরভাগ ক্ষেত্রে স্ট্রিমিং প্ল্যাটফর্মে সিনেমা দেখার অভ্যস্ত হয়ে গেছে।’

কোভিড পরবর্তী সময়ে প্রযোজকরা থিয়েটারে একচেটিয়াভাবে সিনেমা প্রদর্শনের সময়কাল উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছে।

অন্যদিকে বাজেট তুলনামূলক কম ‘রুফম্যান’ সিনেমার ক্ষতি কিছুটা কম। তবে ‘ওয়ান ব্যাটল আফটার আনাদার’ আন্তর্জাতিক মহলে বড়ো অস্কার প্রচারণার অংশ হলেও, ব্যবসায়িক দিক থেকে এটি বড়ো ক্ষতির মুখে।

এ২৪-এর নতুন প্রযোজনা নীতি অনুসারে বড় বাজেটের সিনেমার ঝুঁকি বেড়ে গেছে। ‘দ্য স্ম্যাশিং মেশিন’ প্রায় ৫০০ কোটি ডলারের বাজেটের হওয়ায় ব্যর্থ হলে ক্ষতির মাত্রা অনেক বেশি। তবে বিদেশি চুক্তি বিক্রি করে আংশিক ঝুঁকি কমানোর চেষ্টা করা হয়েছে।

এলআইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।