দানবীয় রূপে আসছে গডজিলা
রুপালি পর্দায় ২০১৪ সালে মুক্তি পেয়েছিলো ‘গডজিলা’ ফ্রেঞ্চাইজির শেষ ছবিটি। দীর্ঘ ৪ বছরের বিরতির পর আবারও হাজির হচ্ছে ‘গডজিলা’। আরও নতুন রূপে, নতুন আঙ্গিকে।
এবারের সিরিজের নাম দেয়া হয়েছে ‘গডজিলা : দ্য কিং অব মনস্টার’। ইতোমধ্যেই ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবে প্রকাশিত হয়েছে ছবিটির ট্রেলার। আর সে ট্রেলারেই দেখা মিললো আগের চেয়ে আরো শক্তিশালী ও দানবীয় রূপে প্রত্যাবর্তন হচ্ছে গডজিলার।
ছবিটির পরিচালক মাইকেল ডর্টি জানিয়েছেন ছবিটিতে দেখানো হবে কীভাবে গডজিলা নিজেকে আলফা অব দ্য টাইটানে পরিণত করে। নতুন রূপে এবং নতুন গল্পে গডজিলাকে দেখার জন্য বেশ আগ্রহ নিয়ে বসে আছেন এই ছবির ভক্তরাও।
ছবিটির প্রযোজনায় আছেন ওয়ার্নার ব্রোস প্রযোজনা সংসস্থা। এর অভিনয়ে থাকছেন ২০১৪ সালে মুক্তি পাওয়া গডজিলার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবিটিতে কাজ করা কাইলি চ্যান্ডেলার, স্যালি হওকিন্স, শিয়া জ্যাকসন ও ব্রাডলি উইথফোর্ড।
আগামী ৩১ মে রুপালি পর্দায় ছবিটির মুক্তি দেয়ার কথা রয়েছে।
আরএএইচ/এলএ/এমএস