আসছে নতুন দুই গান, ব্যস্ততায় মুখরিত সালমা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪২ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

কয়েকদনি আগেই দেশের গুণি সংগীতশিল্পী আগুনের সাথে দ্বৈত কণ্ঠে গেয়েছেন ক্লোজআপ ওয়ান তারকা সালমা। গানটি শ্রোতা দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এবার ভালোবাসা দিবস উপলক্ষ্যে নতুন দুটি গান নিয়ে হাজির হচ্ছেন এই গায়িকা।

এরমধ্যে একটি গান ইউটিউবে প্রকাশিত হয়েছে। এ গানের শিরোনাম ‘জাদুরে মধুরে’। গানের কথা লিখেছেন আশিক মাহমুদ, সুর সংগীত করেছেন আকাশ মাহমুদ। এতে সালমার সঙ্গে দ্বৈত কণ্ঠে গেয়েছেন আকাশ মাহমুদ।

আরেক গানের শিরোনাম ‘কী মন্ত্রণা জানেরে’। এই গানটি এখনো প্রকাশ হয়নি। সালমা জানান, দ্রুতই গানটি প্রকাশ হবে।

সালমা বলেন, ‘আশিক মাহমুদের লেখা এবং আকাশ মাহমুদের সুর সংগীতে ‌‘জাদুরে মধুরে’ গানটি নিয়ে আমি ভীষণ আশাবাদী। এ গানের কথা ও সুর সত্যিই অন্যরকম। ভালোবাসা দিবসের জন্য পারফেক্ট গান। আশা করছি শ্রোতারা এটি উপভোগ করবেন।’

‘আরেকটি নতুন গান গেয়েছি। দ্রুতই এটি প্রকাশ হবে কোনো একটি ইউটিউব চ্যানেলে। এটিও প্রেমের গান। শ্রোতারা এখন যে ধরনের গান পছন্দ করছেন সেই আমেজ পাওয়া যাবে এই গানে’- যোগ করেন সালমা।

তিনি জানান, সম্প্রতি নতুন গান ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটছে তার। আগামী কয়েকদিন নতুন চারটি গানের ভয়েজ রেকর্ডিং ও মিউজিক ভিডিওর কাজ রয়েছে। আজ গাজীপুরে একটি স্টেজ শোতে পারফর্ম করবেন তিনি। এরপর আগামী ১৯ ফেব্রুয়ারি মাদারীপুর, ২০ ফেব্রুয়ারি গাজীপুর, ২২ ফেব্রুয়ারি হবিগঞ্জ, ২৩ ফেব্রুয়ারি ফেঞ্চুগঞ্জ ও ২৬ ফেব্রুয়ারি কিশোরগঞ্জে যাবেন স্টেজ শোতে অংশ নিতে।

এলআইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।