হেলিকপ্টারে চড়ে বিজ্ঞাপনে নোবেল-পিয়া


প্রকাশিত: ০১:২৪ পিএম, ২৩ মে ২০১৬

একটি ফ্যাশন হাউজের ঈদ কালেকশনের বিজ্ঞাপনে হেলিকপ্টারে চড়ে সিলেট এবং হবিগঞ্জে গেলেন জনপ্রিয় মডেল অভিনেতা নোবেল এবং অভিনেত্রী পিয়া বিপাশা।

সিলেট থেকে জাগো নিউজকে পিয়া বলেন, এবারই প্রথম নোবেল ভাইয়ার সঙ্গে বিজ্ঞাপনে কাজ করছি। খুবই ভালো লাগছে। আসলে বিজ্ঞাপনের কনসেপ্টটির জন্যই হেলিকপ্টারের প্রয়োজন হয়েছে।

পিয়া আরো বলেন, সাধারণত পোশাকের বিজ্ঞাপন যেমনটা হয়ে থাকে; এটি তার থেকে আলাদা। চমৎকার একটি ভাবনা নিয়ে এর কাজ করা হচ্ছে। বিজ্ঞাপনচিত্রটি প্রচারিত হলেই দর্শকেরা সেটি টের পাবেন। আপাতত এর চেয়ে বেশি কিছু বলতে চাই না।

বিজ্ঞাপনটি নির্মাণ করছেন রানা মাসুদ। আগামী রমজানের প্রথম থেকেই এটি প্রচারে আসবে বলে জানা যায়।  

এনই/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।