প্রথমবার জুটি বাঁধলেন শ্যামল-সাবিলা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ১২ মার্চ ২০২৫

দুজনই এই প্রজন্মের জনপ্রিয় তারকা। নিজ নিজ ক্ষেত্রে সুনাম নিয়ে কাজ করে যাচ্ছেন। জনপ্রিয়তা পেয়েছেন। তবে কখনো একসঙ্গে তাদের কাজ করা হয়নি। ব্যাপারটা খানিকটা অবাক করাই বটে শ্যামল মাওলা ও সাবিলা নূরের জন্য। তবে অবাক হওয়ার পালা শেষ।

সম্প্রতি তারা জুটি হয়ে কাজ করেছেন একটি নাটকে। নাম ‘মাকড়শা’। নাটকটি রচনা করেছেন রেবেকা সুলতানা কেয়া। নির্মাণ করেছেন রাগীব রায়হান পিয়াল। এরইমধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছেন নির্মাতা।

এই নাটকে কাজ করে অভিনেত্রী হিসেবে আলাদা একটি ভালো লাগা কাজ করেছে সাবিলার। তিনি বলেন, ‌‘নাটকের গল্পটি অসাধারণ। আমার চরিত্রেও বেশ নতুনত্ব আছে। ঈদের দর্শক নাটকটি উপভোগ করবেন বলেই বিশ্বাস আমার। সাসপেন্স আর থ্রিলারে ভরপুর একটা গল্প। শেষটা দেখার জন্য দর্শক অপেক্ষায় থাকবেন নিশ্চিত।’

পরিচালক পিয়াল বলেন, ‘আমার নাটক দিয়ে প্রথমবার শ্যামল মাওলা ও সাবিলা নূর একসঙ্গে অভিনয় করেছেন জেনে ভালো লাগছে। আমি দুজন শিল্পী চাচ্ছিলাম মনের মতো। এই দুজন ঠিক তেমনই। কাজটা করে খুবই আনন্দ পেয়েছি। মনের মতো করে নাটকটি নির্মাণ করতে পেরেছি। এখন অপেক্ষা করছি দর্শক কীভাবে গ্রহণ করেন সেইটা দেখার জন্য।’

পরিচালক পিয়াল জানান, আগামী ঈদে দীপ্ত টিভিতে প্রচার হবে শ্যামল-সাবিলা জুটির নাটক ‘মাকড়শা’।

এলআইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।