মারা গেছেন ‘কাবিলার মা’ চরিত্রের অভিনেত্রী

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৩ এএম, ১৫ এপ্রিল ২০২৫
গুলশান আরা আহমেদ

আলোচিত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’র অভিনয়শিল্পী গুলশান আরা আহমেদ আর নেই। তার ফেসবুক প্রোফাইল থেকে এ খবর নিশ্চিত করেছেন তার ছেলে। ‘ব্যাচেলর পয়েন্ট’র চরিত্র কাবিলার মায়ের ভূমিকায় তাকে দেখা গিয়েছিল।

তার ফেসবুকে লেখা হয়েছে, ‘আমার আম্মু গুলশান আরা আহমেদ আজকে সকালে ৬টা ৪০ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। আজকে ব্রাহ্মণবাড়িয়ায় আম্মুকে দাফন করা হবে।’

কদিন আগে কার্ডিয়াক অ্যারেস্ট হলে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল।

গুলশান আরার মৃত্যুতে শোক প্রকাশ করে অভিনেতা মিশা সওদাগর বলেছেন, গুলশান আরা আহমেদ আপা একজন ভালো মানুষ, ভালো অভিনেতরী ছিলেন। সবাই তার জন্য দোয়া করবেন।

‘ব্যাচেলর পয়েন্ট’র পরিচালক কাজল আরেফিন অমি ফেসবুকে লিখেছেন, ‘ব্যাচেলর পয়েন্টে তিনি নোয়াখালীর চেয়ারম্যান চরিত্রে অভিনয় করেছেন। আপনাকে আমরা মিস করবো আপা। আল্লাহপাক ওনাকে জীবনের সমস্ত গুনাহ মাফ করে, জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আমিন।’

২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনে একজন তালিকাভুক্ত শিল্পী হিসেবে টিভি নাটকে গুলশান আরার অভিষেক ঘটে। তবে তার প্রবল ইচ্ছে ছিল নিজেকে একজন চলচ্চিত্রাভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করার। তাকে প্রথম দেখা যায় এনায়েত করিম পরিচালিত ‘কদম আলী মাস্তান’ সিনেমায়।

আরএমডি/এমএমএফ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।