টিকিট না পেয়ে হল থেকে ফিরে যাচ্ছেন ‘উৎসব’ সিনেমার দর্শক

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২৭ পিএম, ১১ জুন ২০২৫
‘উৎসব’ সিনেমাটি মুক্তির প্রথম দিন থেকেই দর্শকরা পছন্দ করেছেন।

প্রেক্ষাগৃহে ‘উৎসব’ সিনেমা ঘিরে যেন উৎসব বইছে। সিনেমাটি দেখতে হুমড়ি খেয়ে পড়েছে দর্শক। মুক্তির পর প্রায় প্রতিটি শো হাউসফুল। অনেকেই প্রেক্ষাগৃহে গিয়ে টিকিট না পেয়ে মন খারাপ করে ফিরে আসছেন। সরেজমিনে রাজধানীর সিনেপ্লেক্সগুলোতে এমন চিত্রই দেখা গেছে।

পারিবারিক গল্পের কারণে লোকমুখে শুনে অনেকেই পরিবার নিয়ে আসছেন ‘উৎসব’ দেখতে। রাজধানীর স্টার সিনেপ্লেক্সে এক পরিবারের ১৮ জন সদস্য সিনেমাটি দেখতে এসেছেন। পঞ্চাশোর্ধ বয়সের সেই ব্যক্তি তৃপ্তি নিয়ে হল থেকে বের হলেন। জানালেন, ‘খুবই ভালো লেগেছে একটু নতুন ধরনের সিনেমা। এক পরিবারের ১৮ জন এসেছি, আমরা খুব উপভোগ করেছি।’

এছাড়াও রাজধানীর বিভিন্ন প্রেক্ষাগৃহ ঘুরে দেখা যায় সিনেমাটি দেখতে বেশিরভাগ দর্শকই পরিবারসহ আসছেন। দেখার পর মুগ্ধ হয়ে হল থেকে বের হচ্ছেন।

‘উৎসব’ দেখতে পরিবারের ৭ জন সদস্যকে নিয়ে রাজধানীর স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় গিয়েছিলেন এক তরুণ। কিন্তু টিকিট না পেয়ে মন খারাপ করে ফিরে আসেন। বললেন, ‘উৎসব দেখতে এসেছিলাম কিন্তু টিকিট পাইনি, পরের শোয়ের টিকিটও বুকড।’

সিনেমাটির ট্রেলার দেখে, এরপর মুক্তির পর দর্শকের মুখে প্রশংসা শুনে ‘উৎসব’ দেখতে ভিড় জমাচ্ছেন দর্শকেরা। কিন্তু পর্যাপ্ত শো এবং টিকিট না থাকায় ফিরে যাচ্ছেন তারা।

খোঁজ নিয়ে জানা গেছে, আগামি দুই দিনের শোয়ের কোথাও কোনো টিকিট নেই।

এ বিষয়ে সিনেমাটির পরিচালক তানিম নূর বললেন, ‘আমাদের ছবিটি খুবই ভালো যাচ্ছে, সবগুলো শো হাউসফুল যাচ্ছে। আমাদের পর্যাপ্ত শো না থাকায় অনেকেই ফিরে যাচ্ছেন টিকিট না পেয়ে। এছাড়াও অনেকেই আমাকে ফোন করছেন যে, তারা টিকিট পাচ্ছেন না। আমি সিনেপ্লেক্স কর্তৃপক্ষকে বলবো তারা যেন সিনেমাটির শো আরো বাড়িয়ে দেয়। আমার দর্শকরা ফিরে যাচ্ছে টিকিট না পেয়ে।’

ডোপ প্রডাকশনস এবং লাফিং এলিফ্যান্ট প্রযোজিত ‘উৎসব’ সিনেমাটির গল্প লিখেছেন তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও সামিউল ভূঁইয়া। সিনেমাটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান প্রমুখ।

এলআইএ/এমএমএফ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।