শাহরুখ-সালমান অনুরাগীদের জন্য মন খারাপের খবর

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:০২ এএম, ১১ জুন ২০২৫
শাহরুখ খান ও সালমান খান। ছবি: সংগৃহীত

বলিউডের দুই ‘খান’ অর্থাৎ, শাহরুখ খান এবং সালমান খানের অনুরাগীরা তাদের আসছে সিনেমা ‘টাইগার ভার্সেস পাঠান’’ নিয়ে ব্যাপক উচ্ছ্বসিত ছিলেন। সবাই চাইছেন তাদের সিনেমাটি যত তাড়াতাড়ি সম্ভব মুক্তি দেওয়া হোক। কারণ সবাই শাহরুখ ও সালমানকে একসঙ্গে দেখতে চাইছেন। তবে সাম্প্রতিক সংবাদ বলছে, অনুরাগীদের আরও অনেকটা সময় অপেক্ষা করতে হবে। আর এ সংবাদটি পড়ার পর থেকেই হতাশ অনুরাগীরা। কারো কারো জন্য এটি ভীষণ মন খারাপের খবর।

জানা গেছে, আদিত্য চোপড়া মনে করছেন যে স্পাই ইউনিভার্সের সিনেমাগুলোতে ভীষণভাবেই অনেক কিছুর পুনরাবৃত্তি হচ্ছে, আর তাই এগুলোতে এবার ভিন্ন কিছু থাকা উচিত। আর এই কারণেই ভবিষ্যৎ পরিকল্পনায় সিনেমাগুলোতে বেশকিছু পরিবর্তন আনতে চান প্রযোজক আদিত্য চোপড়া।

একটি সূত্র আরও জানাচ্ছে, এটি প্রতিরোধের পেছনে মূল উদ্দেশ্য হলো একইরকম ফর্মুলা ব্যবহার বন্ধ করা এবং একঘেঁয়েমির বিষয়টি এড়ানো। যশরাজ ফিল্মস এবার কটি নতুন গল্প বলার শৈলী ব্যবহার করতে চায়। তবে এ বিষয়ে সিনেমার টিমের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে এর আগে এক সাক্ষাৎকারে সালমান জানিয়েছিলেন, এই মুহূর্তে তিনি শাহরুখ খানের সঙ্গে কোনো সিনেমা করছেন না।

শাহরুখ-সালমান অনুরাগীদের জন্য মন খারাপের খবর

শোনা যাচ্ছে, আদিত্য চোপড়া ও তার প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস এখন ‘ধুম ৪’র উপরই এখন ফোকাস করেছেন। আদিত্য চোপড়া নিজেও ‘ধুম ৪’র চিত্রনাট্য ও গল্পের বিষয়টিতে মনোযোগ দিচ্ছেন। আর এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে রণবীর কাপুরকে। গ্লোবাল অ্যাকশন স্ট্যান্ডার্ডের কথা মাথায় রেখে সিনেমাটি নির্মিত হচ্ছে।

জানা যাচ্ছে, ২০২৬ সালের এপ্রিল শুরু হতে পারে টাইগার ভার্সেস পাঠানের শুটিং। তবে বিষয়গুলো এখনো চূড়ান্ত হয়নি।

এমএমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।